Bangladesh Pratidin

ফোকাস

  • মধ্যরাতে তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ চার মাদক বিক্রেতা নিহত হয়েছে। এরমধ্যে কুমিল্লায় ২ জন, চুয়াডাঙ্গা ও চট্টগ্রামে একজন করে নিহত হয়েছে।
  • কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
প্রকাশ : শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২১ অক্টোবর, ২০১৬ ২৩:৫৪
সম্মেলন টুকিটাকি
প্রস্তুত আড়াই হাজার স্বেচ্ছাসেবক
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে ঢাকা শহরজুড়ে থাকবে আড়াই হাজার স্বেচ্ছাসেবক। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। তারা বাংলাদেশ প্রতিদিনকে জানান, আওয়ামী লীগের সম্মেলনস্থল, সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর ও বাইরে স্বেচ্ছাসেবকরা সবসময় তত্পর থাকবেন। এ ছাড়া ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড, সদরঘাটেও তারা উপস্থিত থাকবেন। তারা সবাই আজ ও আগামীকাল সাদা রঙের একটি ইউনিফর্ম পরবেন। নেতারা জানান, সম্মেলনস্থলে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় স্বেচ্ছাসেবকরা সে বিষয়টি তদারকি করবেন। এ ছাড়া বিদেশ থেকে আগত অতিথি, সাংবাদিক, কাউন্সিলর ও ডেলিগেটদের সম্মেলনস্থলে আসার জন্যও সার্বিকভাবে স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করবেন। জানা যায়, স্বেচ্ছাসেবক লীগের আওতায় কৃষক লীগ, মহিলা লীগসহ আওয়ামী লীগের অন্য সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা সম্মেলনে শৃঙ্খলা বজায় রাখার কাজে নিয়োজিত থাকবেন।

এই পাতার আরো খবর
up-arrow