মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ষোড়শ সংশোধনী নিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘হাইকোর্ট এটিকে অবৈধ ঘোষণা করেছে। এ রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল বিভাগে আপিল করব। আমরা রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার প্রক্রিয়ায় আছি। এটি পেলেই আপিল করব। এক মাসের মধ্যে আমরা তা করতে পারব বলে মনে হয়।’ ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠলে এখন বিচারপতি অপসারণ কীভাবে হবে—এমন প্রশ্নে মাহবুবে আলম বলেন, ‘আমার মতে, এখন এ অবস্থায় ব্যবস্থা নেওয়ার অবস্থা নেই।’

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি পাসের পর ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়। সংবিধানের এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের নয়জন আইনজীবীর করা রিটের শুনানি শেষে ৫ মে হাইকোর্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেন। ষোড়শ সংশোধনীকে অবৈধ করে দুই বিচারপতির দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ১১ আগস্ট সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। ৮ সেপ্টেম্বর সংশোধনীকে অবৈধ ঘোষণা করা রায়ের সঙ্গে দ্বিমত পোষণকারী বিচারপতির রায় প্রকাশ হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলনে বলা হয়েছে, একজনও যদি যুদ্ধাপরাধী থাকে, তার বিচার অব্যাহত থাকবে। সেই বিচার বর্তমান অবস্থায় হবে, নাকি জেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে তা সরকারের সিদ্ধান্ত। ট্রাইব্যুনালে এত লোকবল আর রাখার প্রয়োজন আছে বলে মনে করি না। তদন্তের ব্যাপারেও না, প্রসিকিউশনের ব্যাপারেও না।’ তিনি বলেন, এখন সরকার যদি মনে করে জেলা পর্যায়ে নিয়ে যাবে তবে অন্য কথা। সরকার যদি মনে করে, হাইকোর্টের বিচারপতিদের এখান থেকে নিয়ে জেলা পর্যায়ের বিচারকদের নিয়োগ করবে, তবে তা করতে পারে।

 

সর্বশেষ খবর