মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
সুবীর হত্যা

দুই সহপাঠীর মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক

ঢাকার আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুবীর চন্দ্র দাস হত্যা মামলায় তার দুই সহপাঠীকে মৃত্যুদণ্ড এবং অপর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার জেলা ও দায়রা জজ আদালত বিচারক এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন— ফরহাদ হোসেন সিজু ও মো. হাসান। রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন। অপর দুই আসামি শফিক আহমেদ রবিন ও কামরুল হাসান শাওনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। এ মামলার অপর আসামি রবিনের স্ত্রী লুত্ফা আক্তার সনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১০ জানুয়ারি আসামি হাসানের নাখালপাড়ার বাসায় বসে সুবীর চন্দ্রকে হত্যার পরিকল্পনা করা হয়। পরে একই বছরের ২১ জানুয়ারির মধ্যে যে কোনো সময় আসামিরা তাকে হত্যা করে লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়। এরপর সাভার থানার ভার্কুতা ইউনিয়নের কোটালিয়াপাড়ার সাকির হাজী মোহাম্মদ আলীর ব্রিক ফিল্ডের পূর্ব পাশের বুড়িগঙ্গা নদীর পূর্বপাড় থেকে সুবীর চন্দ্রের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা গৌরাঙ্গ দাস সাভার থানায় একটি মামলা করেন।

সর্বশেষ খবর