মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ভারতে বন্দুকযুদ্ধে ১৯ মাওবাদী নিহত

কলকাতা প্রতিনিধি

ভারতের উড়িষ্যায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৯ জন মাওবাদী গেরিলা নিহত হয়েছেন। গতকাল ভোররাতে উড়িষ্যার মালকানগিরি জেলার যান্ত্রী এলাকায় এ ঘটনা ঘটে। অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা পুলিশ এই গেরিলাদের বিরুদ্ধে যৌথভাবে অভিযানে অংশ নিয়েছিল। পুলিশ বলছে, মাওবাদীরা জমায়েত হচ্ছে— এমন খবর পাওয়ার পর পুলিশ মালকানগিরির ১০ কিলোমিটার ভিতরে গভীর জঙ্গলে অভিযান চালায়। এ সময় সেখানকার গোপন ঘাঁটিতে ৫০ থেকে ৬০ জন মাওবাদী বৈঠক করছিলেন। পুলিশ সুপার রাহুল দেব শর্মা জানান, মাওবাদীদের বিরুদ্ধে যৌথভাবে এ অভিযান চালায় অন্ধ্রপ্রদেশ পুলিশের গ্রেহাউন্ড বাহিনী এবং উড়িষা রাজ্য পুলিশের বিশেষ দল। নিহতদের মধ্যে মাওবাদীদের কয়েকজন শীর্ষ নেতাও থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। দুই পক্ষের বন্দুকযুদ্ধের সময় ডিএসপি পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একে-৪৭, সেলফ লোডেড রাইফেলস (এসএলআর) সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বর মানকানগিরি জেলার পোড়িয়াতে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের লড়াইয়ে ১৩ মাওবাদী নিহত হয়েছিলেন।

 

সর্বশেষ খবর