শিরোনাম
মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
কৃষি সংবাদ

পোকামাকড় তাড়াতে আফ্রিকান ধৈঞ্চা

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

পোকামাকড় তাড়াতে আফ্রিকান ধৈঞ্চা

লাইফ পার্চিং হিসেবে কৃষকপ্রিয় হয়ে উঠেছে ফলন সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব আফ্রিকান ধৈঞ্চা গাছ। খেতের পোকামাকড় তাড়াতে একসময় খেতের মধ্যে পাখি বসার স্থান হিসেবে বাঁশের কঞ্চি ব্যবহার করা হলেও এখন প্রতি জমিতে লাগানো হয়েছে জীবন্ত ধৈঞ্চা গাছ। যা লাইফ পার্চিং হিসেবে পরিচিত। কৃষি কর্মকর্তাদের মতে, ধৈঞ্চা গাছে পাখি বসে ধানের ক্ষতিকর পোকামাকড় ধরে খায়। অপর দিকে গাছের ঝরে পড়া পাতা জৈব সার হিসেবে খেতের উপকারসহ জ্বালানি হিসেবে ব্যবহারের সুযোগ পাচ্ছে কৃষকরা। পোকা দমনে টাকা খরচ করে নানা ধরনের কীটনাশক স্প্রে করতে হয় না ধান খেতে। কীটনাশক স্প্রে করলে একদিকে চাষিদের আর্থিক ক্ষতি হয়, অন্যদিকে পরিবেশ ও বায়ুদূষণ হয়। খেতে হয় বিষাক্ত ধানের ভাত। ফলে নানা ধরনের রোগবালাই সৃষ্টি হয়। তাই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আফ্রিকান জাতের ধৈঞ্চার দ্বারা জীবন্ত পার্চিং পোকা দমনের সবচেয়ে সহজ উপায় এবং কম খরচে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনায় কৃষকের জন্য সরবরাহ করে। পার্বতীপুরের নারায়ণপুর গ্রামের কৃষক গবিন্দলাল চৌহান বলেন, তিনি ছয় একর জমিতে আমন চাষ করেছেন। গত বছর কিছু জমিতে পার্চিং ব্যবহার করে সুফল পাওয়ায় এবার প্রতি জমিতেই জীবন্ত ধৈঞ্চা গাছ লাগিয়েছেন। কৃষি বিভাগ জানায়, ধৈঞ্চার বীজ কৃষকরা নিজেরাই এবং অফিস থেকেও বীজ সরবরাহ করা হয়েছে। আমন খেতে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, ঘাস ফড়িং, চুঙ্গি, লেদা, পামরি পোকাসহ নানা জাতের পোকার আক্রমণ করে। তাই পোকা তাড়ানোর উপায় হিসেবে খেতে পার্চিং হিসেবে জীবন্ত ধৈঞ্চা গাছ লাগানো হয়েছে। চিরিরবন্দর উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর কৃষকরা ১৬ হাজার ৫০০ হেক্টর জমিতে জীবন্ত পার্চিং ধৈঞ্চা গাছের চারা রোপণ ও ৬ হাজার ৫৬১ হেক্টর জমিতে ডেড পার্চিংয়ের ব্যবস্থা করেছে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। চিরিরবন্দরে কৃষক আফজাল হোসেন, আজিজুল ইসলাম, আমির আলী, আবদুল কাইয়ুম, ইব্রাহীম, হিসি চন্দ্র, আনোয়ারসহ অনেকে জানান, প্রতি বিঘায় ২০ থেকে ২৫টি ধৈঞ্চা গাছের চারা রোপণ করে জীবন্ত পার্চিংয়ের মাধ্যমে ধানের খেতের ক্ষতিকর পোকা দমন করতে পারে এবং ধৈঞ্চা গাছের সবুজ পাতা থেকে জৈব সার ধান খেতের উর্বরতা বৃদ্ধিতে সহায়তা পেতে পারে। উপজেলা কৃষি অফিসার মো. মাহামুদুল হাসান বলেন, রোপা লাগানোর সময় একই সঙ্গে ধৈঞ্চা গাছের চারা লাগানো হয়। ধৈঞ্চ গাছে ফিঙ্গে, শালিক ও বুলবুলিসহ নানা ধরনের উপকারি পাখি বসার ফলে ক্ষতিকর পোকা দমন হয়।

সর্বশেষ খবর