বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জনগণের চাহিদা পূরণ করবে

———এ কে আজাদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

জনগণের চাহিদা পূরণ করবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের বর্তমান কমিটিতে নবীন-প্রবীণের ছোঁয়া আছে। একটি সুন্দর কমিটি হয়েছে। আমি মনে করি বর্তমান কমিটি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী জনগণের চাহিদা পূরণ করবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত মানুষের মন জয় করবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করবে। এ কে আজাদ চৌধুরী বলেন, বর্তমান কমিটি মানুষের মুখে হাসি ফুটাতে সক্ষম হবে বলে আমার প্রত্যাশা। আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির কাছে জাতির প্রত্যাশা কী জানতে চাইলে তিনি বলেন, নতুন কমিটি ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করবে— জাতি এটি প্রত্যাশা করে। এ কে আজাদ চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে জেলা নেতাদের নির্দেশ দিয়েছেন। দলের কেন্দ্রীয় কমিটি ও তৃণমূল নেতা-কর্মীরা মানুষের মন জয় করে আগামী নির্বাচনে বিজয় অর্জন করবে। প্রধানমন্ত্রী দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর যে প্রত্যয় ব্যক্ত করেছেন সে ব্যাপারে এ কমিটি ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর