বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচনই হবে চ্যালেঞ্জ

—————— জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠু নির্বাচনই হবে চ্যালেঞ্জ

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আগামীতে সুষ্ঠু নির্বাচন  দেওয়া আওয়ামী লীগের জন্য একটি চ্যালেঞ্জ। আর সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে আওয়ামী লীগের বিজয়ী হওয়া দলটির জন্য আরও বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে খারাপ ছিলেন না। ওবায়দুল কাদের নতুনভাবে দায়িত্ব নিয়েছেন, তিনিও ভালো। তৃণমূল থেকে ওবায়দুল কাদের উঠে এসেছেন। এ ধরনের নেতৃত্বে গুণগত পরিবর্তন আসলে দলের জন্য ভালো। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আওয়ামী লীগের নতুন কমিটি সম্পর্কে প্রতিক্রিয়ায় সাবেক এ মন্ত্রী একথা বলেন। জি এম কাদের বলেন, আওয়ামী লীগের যে কমিটি ঘোষণা করা হয়েছে তাদের অধিকাংশকেই ব্যক্তিগতভাবে চিনি। তারা ব্যক্তিগতভাবে সৎ, যোগ্য, ভালো মানুষ। ভালো মানুষগুলো দলকে সামনের দিকে এগিয়ে নেবেন, এতে আমাদের দেশ এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করি। তিনি বলেন, আমি আশা করব এই কমিটি দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যাপক পরিবর্তন এনে দেশ ও মানুষের জন্য কাজ করবে। দলটির সামনে চ্যালেঞ্জ কী জানতে চাইলে বলেন, দলের সব শীর্ষ নেতাই আগামী নির্বাচনের কথা বলছেন। তারা বলছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতেও তারা সরকার গঠন করবেন। আমি মনে করি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আগামীতে দলটির ক্ষমতায় আসা একটি বিরাট চ্যালেঞ্জ। তিনি বলেন, ক্ষমতায় থাকার পর যে কোনো দলের জন্যই পরবর্তীতে আবার ক্ষমতায় আসা কঠিন হয়ে পড়ে।

কারণ তখন সরকারের নানান বিষয় নিয়ে সমালোচনা করার সুযোগ থাকে। তাছাড়া বর্তমান ক্ষমতাসীন দলের কয়েকটি অঙ্গ সংগঠনের কর্মকাণ্ডে ইতিমধ্যে অনেক সমালোচনা হয়েছে। আমি আশা করব বর্তমান কমিটি এসব অঙ্গ সংগঠনের ভুল-ত্রুটি সংশোধন করে সামনের দিকে দলকে এগিয়ে নিয়ে যাবে।

সর্বশেষ খবর