বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

একটি গতানুগতিক কমিটি

—— সৈয়দ আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক

একটি গতানুগতিক কমিটি

শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, আওয়ামী লীগের নতুন কমিটিতে তেমন কোনো পরিবর্তন হয়নি। এটি একটি গতানুগতিক কমিটি। কিন্তু এই দলের কাছে জাতির অনেক প্রত্যাশা।    সেটি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান কমিটিকে মনে রাখতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। সৈয়দ আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সামনে এখন অনেক দায়িত্ব। তাকে সারা দেশে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে। দলকে সুসংগঠিত করতে হবে। এই দলের প্রতি মানুষের যে চাহিদা তা তাকেই পূরণ করতে হবে। তার জন্য বড় চ্যালেঞ্জ আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে কতটুকু ভূমিকা রাখতে পারবে। মানুষের মন জয় করে তাদের সমর্থন আদায় করতে পারবেন। এটি তার এবং দলের প্রতিটি সদস্যের দূরদর্শিতার ওপর নির্ভর করবে। তিনি বলেন, দলের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও একজন যোগ্য নেতা ছিলেন। দল চালানোর জন্য সাংগঠনিক দক্ষতাও ছিল। তবে তার বিরুদ্ধে একটি অভিযোগ ছিল তিনি তত্পর নন। সাংগঠনিক কাজে সময় দিতেন না। এসব বিষয় আলোচনায় ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর