বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

ছাত্রীকে উত্ত্যক্ত করায় শিক্ষকের কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার এক স্কুলশিক্ষককে ছাত্রী উত্ত্যক্তের দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ১১টায় উপজেলার ঝুনু মিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোস্তফা রাকিব ভূঁইয়াকে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি। অভিযুক্ত শিক্ষক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। পরে ওই শিক্ষককে জেল হাজতে পাঠিয়েছে জামালগঞ্জ থানা পুলিশ। লিখিত অভিযোগে স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রী জানায়, শিক্ষক রাকিব তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছেন। সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে ওই ছাত্রী। অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতে রাকিবকে ছয় মাসের সাজা দেওয়া হয়। লিখিত অভিযোগের পর শিক্ষক রাকিব ভূঁইয়া বলেন, ‘পূর্বশত্রুতার জেরে মেয়ের চাচারা আমার বিরুদ্ধে ছাত্রীকে দিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করিয়েছেন। এ অভিযোগ সম্পূর্ণ অসত্য।’

সর্বশেষ খবর