বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

একটি বাড়ি একটি খামারসহ ১০ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক ) সভায় ৯ হাজার ৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ১০টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে গতকাল প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভা শেষে সাংবাদিকদের একনেক সভার বিস্তারিত উল্লেখ করে বলেন, মাত্র কয়েক বছর আগেও বিশ্ব অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অবস্থান আজ ৪৩তম। ক্রয়ক্ষমতার সক্ষমতার দিক থেকে ৩৩তম। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীকে অর্থনীতির মূল স্রোতধারায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার বিষয়ের ওপর প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেছেন। দেশের প্রবৃদ্ধি অর্জনের সফলতার জন্য সব শ্রেণি-পেশার মানুষসহ সংশ্লিষ্ট সবাইকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন। একনেক সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হচ্ছে— মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শক্তিশালীকরণ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩৪৫.৭৭ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ, যশোর-১ম সংশোধিত প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২৭১.১৫ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ঢাকা সিএমএইচ-এ ক্যান্সার সেন্টার নির্মাণ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৯৮.০৬ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারা বাজার সড়কের ছাতকে সুরমা নদীর ওপর সেতুর অবশিষ্ট কাজ সমাপ্তকরণ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১১২.৯৯ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১২৪.৫০ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। দেশের ৩টি উপকূলীয় জেলার ৪টি স্থানে আনুষঙ্গিক সুবিধাদিসহ মত্স্য অবতরণ কেন্দ্র স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫৯.৭০ কোটি টাকা। এর পুরোটাই জিওবি।

আড়িয়াল খাঁ নদীর ভাঙন থেকে হাজী শরীয়তউল্লাহ সেতুসংলগ্ন ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা জাতীয় মহাসড়ক রক্ষা প্রকল্প। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫৪.৫৯ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। রাজৈর-কোটালীপাড়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৯৫.৪২ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। একটি বাড়ি একটি খামার-৩য় সংশোধিত প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৮০১০.২৭ কোটি টাকা। এর পুরোটাই জিওবি।        

সর্বশেষ খবর