বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

২৭ কোটি টাকার নকল ইলেক্ট্রনিক্স কসমেটিক্স জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলের ম্যাক্স ইলেক্ট্রো ইন্ডাস্ট্রিজে অভিযান চালিয়ে ২৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল ইলেক্ট্রনিক্স ও কসমেটিক্স পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গতকাল জাতীয় রাজস্ব  বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরে বলেন, দেশের অভ্যন্তরে শুল্কফাঁকি দিয়ে এবং জনস্বার্থের জন্য ক্ষতিকর যে কোনো পণ্য আইনের আওতায় আনা হবে। শুল্ক গোয়েন্দা এনফোর্সমেন্ট কার্যক্রমের মাধ্যমে দেশের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় এনবিআরও কঠোর ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে দেশের সব কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের জিরো-টলারেন্স ভূমিকা পালন করতে হবে। রাজস্ব আহরণের পাশাপাশি জীবনমান ও ভোক্তা অধিকার রক্ষায় শুল্ক গোয়েন্দা কঠোর অবস্থান নিয়েছে। ওই নকল পণ্য আটক সম্পর্কে এনবিআর ও শুল্ক গোয়েন্দা জানিয়েছে, মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডের ম্যাক্স ইলেক্ট্রো ইন্ডাস্ট্রিজ জব্দ করা অবৈধ্যপণ্য সামগ্রীর মধ্যে রয়েছে—এসি, টেলিভিশন ও কসমেটিক্স পণ্য। এগুলোর মূল্য প্রায় ২৭ কোটি টাকা। এগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা হয়েছে। গত ৬ অক্টোবর ওই ওয়্যারহাউজটি সিলগালা করা হয়। কাগজপত্র পরীক্ষা করে গতকাল সকালে এই পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুর খান।

সর্বশেষ খবর