বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
দুই হাজার টাকার সুদ ১২ হাজার

বিষ খেয়ে আত্মহত্যা ভ্যানচালকের

পঞ্চগড় প্রতিনিধি

দুই হাজার টাকায় দুই মাসের সুদ দাঁড়িয়েছে ১২ হাজার টাকা। এ টাকা আদায়ের জন্য একমাত্র আয়ের উৎস ব্যাটারিচালিত ভ্যানটি জোরপূর্বক বিক্রি করে চালকের হাতে বিষ খাওয়ার জন্য ৫০ টাকা ধরিয়ে দেয় এক মহাজন। অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন অসহায় ভ্যানচালক আবদুল খালেক। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়ায়। খালেক ওই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মায়ের সঙ্গে অবিরাম কেঁদে চলেছে খালেকের দুই বছরের মেয়ে খাদিজা। লাশ দাফন-কাফন করার টাকাও নেই স্ত্রীর হাতে। প্রতিবেশীরা দাফন সম্পন্ন করার জন্য রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছেন। পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে চাকলাহাট ইউনিয়নের ভাণ্ডারু গ্রামের সুরুত জামালের কাছে দিনে শতকরা ১০ টাকা সুদ হারে দুই হাজার টাকা নেন ভ্যানচালক আবদুল খালেক। গত দুই মাসে এ টাকার সুদ বেড়ে হয় ১২ হাজার। এই টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকে মহাজন। মঙ্গলবার রাতে খালেক টুনিরহাট বাজারে ভ্যান নিয়ে গেলে এটি আটক করে জামাল। ৫০ হাজার টাকা দামের ভ্যানটি তিনি ৩৫ হাজার টাকায় বিক্রি করে ১২ হাজার টাকা নিয়ে নেন। বাকি ২৩ হাজার টাকা ফেরত চাইলে খালেকের হাতে ৫০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে বিষ কিনে খেতে বলে। লাঞ্ছনা সইতে না পেরে রাতেই বিষপান করেন খালেক। পরিবারের লোকজন গুরুতর অবস্থায় পঞ্চগড় আধুনিক হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা যান খালেক। স্ত্রী মহিদা খাতুন বলেন, ‘মাত্র দুই হাজার টাকার সুদের জন্য আমার স্বামীর ভ্যানটি বিক্রি করে টাকা নিয়ে যায় জামাল। বাজারের মধ্যে তাকে লাঞ্ছিত করেছে। এই কষ্টে স্বামী আত্মহত্যা করেছেন। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ এলাকার সফিকুল ইসলাম জানান, সুরুত জামাল উচ্চ হারে সুদ খায়। সকালে ১০০ টাকা নিলে সন্ধ্যায় ১১০ টাকা দিতে হয়। এ ব্যাপারে জামালের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টার পর তার স্ত্রীর পরিচয়ে একজন ফোন রিসিভ করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সর্বশেষ খবর