শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কমিউনিস্ট পার্টির কংগ্রেস শুরু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চার দিনব্যাপী একাদশ কংগ্রেস আজ শুরু হচ্ছে। বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনের মাধ্যমে কংগ্রেসের কার্যক্রম শুরু হবে। সারা দেশ থেকে হাজার হাজার মানুষ লাল পতাকা নিয়ে সমাবেশে যোগ দেবেন।

এরপর বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হবে। আগামীকাল শনিবার সকাল সাড়ে ৯টায় গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) রুদ্ধদ্বার সাংগঠনিক অধিবেশন শুরু হবে। বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স কক্ষে ‘সাম্রাজ্যবাদ, নয়া উদারনীতিবাদ ও ধর্মীয় মৌলবাদ’ বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে কংগ্রেসে যোগদানকারী বিদেশি প্রতিনিধিরাও আলোচনা করবেন।

সর্বশেষ খবর