শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

র‌্যাব-পুলিশের বিরোধ মীমাংসার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

পুলিশ ও র‌্যাবের মধ্যে সৃষ্ট সাম্প্রতিক বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল পুলিশ সদর দফতরে এক রূদ্ধদ্বার বৈঠকে দুই সংস্থার শীর্ষ কর্মকর্তাদের মিলেমিশে কাজ করার নির্দেশ দেওয়া হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ পুলিশ ও র‌্যাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই সংস্থার বিরোধ মীমাংসার অংশ হিসেবে গতকালের বৈঠকের আগে পুলিশ সদর দফতর থেকে সব রেঞ্জের ডিআইজি, ৬৪ জেলার পুলিশ সুপার ও র‌্যাব মহাপরিচালকসহ র‌্যাবের সব ব্যাটালিয়নে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়, র‌্যাব ও পুলিশকে মিলেমিশে কাজ করতে হবে। কেউ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমন্বয়ের মাধ্যমে অপারেশন ও টহলের কাজ সম্পন্ন করতে হবে। পুলিশের আইজি এ কে এম শহীদুল হক এ উদ্যোগের কথা নিশ্চিত করে বলেছেন, র‌্যাব-পুলিশকে মিলেমিশে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর