শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
প্রেসিডিয়ামের বৈঠকে প্রধানমন্ত্রী

জনগণের সুবিধা অসুবিধার কথা সরকারের কাছে তুলে ধরুন

নিজস্ব প্রতিবেদক

জনগণের সমস্যা এবং সুবিধা-অসুবিধার কথা সরকারের কাছে তুলে ধরার জন্য দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ কেবল রাজনৈতিক দল নয়, একটি প্রতিষ্ঠান। দলের দায়িত্ব হচ্ছে জনগণের সুবিধা-অসুবিধা সরকারের কাছে পৌঁছে দেওয়া। সরকারকে মানুষের সমস্যার কথা জানানো। গতকাল রাতে গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ামের প্রথম বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, কাজী জাফরউল্লাহ, মোহাম্মদ নাসিম, ফারুক খান ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পারিবারিক কাজে লন্ডন যাওয়ায় বৈঠকে যোগ দিতে পারেননি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা আরও বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এখন আমাদের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি। বিশ্ব দরবারে বাংলাদেশ এবং এ দেশের মানুষ যেন আবারও মাথা উঁচু করে চলতে পারে এটাই আমরা চায়। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াত জোটের দুঃশাসনের কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর এ দেশে হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। জিয়াউর রহমান এবং পরে বিএনপি-জামায়াতের একটাই উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা নস্যাৎ করা। আওয়ামী লীগ লড়াই সংগ্রাম করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। গত ২২ ও ২৩ অক্টোবর দলের সম্মেলনের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, একটি অত্যন্ত সফল সম্মেলন হয়েছে। এই সম্মেলনে দেশি-বিদেশি অতিথিরা এসেছেন, তারা প্রত্যেকেই আমাদের উন্নয়ন ও আর্থ-সামাজিক অবস্থার প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা দারিদ্র্যের হার কমিয়েছি। ২০২১ সালের মধ্যে মধ্য আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। সূচনা বক্তব্যের পর শেখ হাসিনার সভাপতিত্বে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়।

সর্বশেষ খবর