শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বাড়িতে ঢুকে ইউপি চেয়ারম্যানকে গুলি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যুবলীগ নেতা ও দড়িকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম স্বপনকে (৪২) ঘরে ঢুকে গুলি করে গুরুতর আহত করেছে এক সন্ত্রাসী। বৃহস্পতিবার রাত ১১টার দিকে খাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রফিকুল হক বাবুর শ্বশুর মিলন খন্দকার (৫৫), শাশুড়ি সালমা বেগম (৫৫) ও স্ত্রী হোসনা আক্তারকে (২৮) আটক করেছে। এ ঘটনায় স্বপনের স্ত্রী সুমনা ইসলাম সনিয়া বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বপনের খাল্লা গ্রামের বাড়িতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সাহেবনগর গ্রামের শহীদুল হকের ছেলে ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলালের ভাতিজা রফিকুল হক বাবু দেখা করতে যান। স্বপন গেট খুলে দিলে বাবু একা তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আবার ফিরে এসে তাকে ৬-৭ রাউন্ড গুলি করে। এ সময় স্বপনের মুখে, গলায়, পেটে ও পায়ে চার রাউন্ড গুলি বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার এ্যাপোলো হসপিটালসে ভর্তি করা হয়। গতকাল সকাল ৯টায় অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি গুলি বের করা হয়েছে। অবস্থার উন্নতি না হওয়ায় আরেকটি গুলি বের করা সম্ভব হয়নি। রাতে আহত স্বপনকে দেখতে এ্যাপোলো হসপিটালসে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.)সহ কয়েক শতাধিক নেতা-কর্মী। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাবুর শ্বশুর-শাশুড়ি ও স্ত্রীকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর