শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
সিরিয়া যাওয়ার চেষ্টা

যুক্তরাজ্যে গ্রেফতার বাংলাদেশি দম্পতি

প্রতিদিন ডেস্ক

সিরিয়া যাওয়ার পরিকল্পনার অভিযোগে যুক্তরাজ্যের লুটন এয়ারপোর্ট থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেররিজম পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছেন, তারা বাংলাদেশি-ব্রিটিশ নাগরিক। বুধবার বিকালে গ্রেফতারের পর তাদের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।

এ দম্পতির দুজনের বয়সই ৩৫ বছর। তারা লুটন শহরের একটি সেমি ডিটাচ্ড বাড়ির একাংশে বসবাস করতেন। পুলিশ বলেছে, সিরিয়া যাওয়ার পরিকল্পনার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। লুটন মেট্রোপলিটন পুলিশ জানায়, সন্দেহের ভিত্তিতে এই দম্পতির ফ্লাইট আটকে দেওয়া হয়। পরে বিমানবন্দরে তাদের জিজ্ঞাসাবাদ করে লুটন মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম কমান্ড। জিজ্ঞাসাবাদে সিরিয়া যাওয়ার পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে তাদের বাসায় তল্লাশি চালানো হয়। লুটনে সেন্ট্রাল মসজিদের কাছেই ওই দম্পতির বাসা। বিমানবন্দরে গ্রেফতারের পর বুধবার বিকাল ৪টায় ওই বাড়িতে মেট্রোপলিটন পুলিশ ও বেডফোর্ডশায়ার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। প্রতিবেশীরা জানিয়েছেন, ফরেনসিক পোশাকে আসা কর্মকর্তারা বাড়িটি থেকে কম্পিউটার নিয়ে যায়। কালও (বৃহস্পতিবার) বাড়িটিতে তল্লাশি অভিযান এবং পুলিশ পাহারা অব্যাহত ছিল।

সর্বশেষ খবর