রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

স্মার্ট কার্ড নেয়নি অর্ধ লক্ষ মানুষ

প্রথম পর্যায়ে বিতরণ

নিজস্ব প্রতিবেদক

স্মার্ট কার্ড নেয়নি অর্ধ লক্ষ মানুষ

প্রথম পর্যায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অর্ধলক্ষাধিক নাগরিক স্মার্টকার্ড সংগ্রহ করেননি। ইসির হিসাবমতে, ঢাকা মহানগরীতে স্মার্টকার্ড বিতরণের প্রথম পর্যায়ে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে গড়ে ৫৪ শতাংশ নাগরিক উন্নতমানের এই জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, ৬৯ হাজারেরও বেশি নাগরিক কার্ড নিয়েছেন। তথ্য অসঙ্গতি, প্রিন্ট না হওয়া ও নানান জটিলতায় ৮ হাজারেরও বেশি নাগরিককে কার্ড দেওয়া যায়নি; যাদের পরবর্তীতে তা পৌঁছানোর ব্যবস্থা করা হবে। বাকি অর্ধলক্ষাধিক নাগরিক বিতরণ কেন্দ্রেই আসেননি। অন্যত্র অবস্থান, ঠিকানা স্থানান্তর ও প্রচারের অভাবে তারা যথাসময়ে কেন্দ্রে এসে কার্ড নিতে পারেননি বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ ক্ষেত্রে পরবর্তীতে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট থানা অফিস থেকে তাদের স্মার্টকার্ড সংগ্রহ করতে হবে। গত ২ অক্টোবর প্রধানমন্ত্রী স্মার্টকার্ড কার্যক্রম উদ্বোধনের পরদিন থেকে ঢাকা উত্তরের একটি ও দক্ষিণের তিনটি ওয়ার্ডে পরীক্ষামূলক বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে ২৭ অক্টোবর পর্যন্ত উত্তরার ১ এবং রমনার ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের ১ লাখ ২৬ হাজারেরও বেশি ভোটারের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হয়। এ ছাড়া স্মার্টকার্ড বিতরণের দ্বিতীয় পর্যায়ে শুক্রবার ঢাকা উত্তর ও দক্ষিণের আরও সাতটি ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে, পরীক্ষামূলক পর্যায়ে রমনা থানার তিনটি ওয়ার্ডের ৬৩ হাজারেরও বেশি নাগরিকের মধ্যে ৩২ হাজার ৫১৭ জন বিতরণ কেন্দ্রে এসে কার্ড নিয়েছেন। আরও ৩ হাজার ৯২৯ জনকে নানা সমস্যার কারণে কার্ড দেওয়া যায়নি। এ ছাড়া উত্তরা থানার একটি ওয়ার্ডের ৬৩ হাজারেরও বেশি ভোটারের মধ্যে ৩৩ হাজারেরও বেশি নাগরিককে কার্ড দেওয়া গেছে। নানা জটিলতায় আরও ৪ হাজারের মতো নাগরিককে দেওয়া যায়নি; পরে কার্ড প্রস্তুত করে তাদের জানানো হবে বলে জানিয়েছে ইসি।

সর্বশেষ খবর