সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের দুর্ধর্ষ ডাকাত ও শীর্ষ মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলু (৩৯) র‌্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন। গতকাল ভোররাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দেলুর তিন সহযোগী আটক হয়েছেন এবং টাকাসহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত মাস্টার দেলু মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী এলাকার মৃত আবদুল মজিদ বেপারীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের নগর খানপুর এলাকায়  থেকে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছিলেন। এ বিষয়ে গতকাল বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানান, র‌্যাব অনেকদিন ধরেই দেলুকে গ্রেফতারের চেষ্টা করে আসছিল। এরই ধারাবাহিকতায় জানা যায় মাস্টার দেলু ও তার তিন সহযোগী সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল পদ্মা অয়েল ডিপোর পাশে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ইসমাইল হোসেনের তিনতলার বাসার দ্বিতীয়তলায় অস্ত্র ও গোলাবারুদ নিয়ে অবস্থান করছেন। গতকাল ভোর পৌনে ৪টায় ওই বাড়িতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। ওই বাড়িতে গেলে তারা ভিতর থেকে দরজা বন্ধ রাখেন। একপর্যায়ে র‌্যাব সদস্যরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে অন্ধকার ঘর থেকে দেলু ও তার সহযোগীরা গুলি ছুড়তে থাকেন। র‌্যাবও পাল্টা গুলি চালায়। তখন গুলি ছুড়তে ছুড়তেই রান্না ঘরে অবস্থান নেন দেলু। তাকে অনুসরণ করে র‌্যাবও। এরপরই দেলুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ওই সময়ে তিনজনকে আটক করা হয়। তারা হলেন দেলুর সহযোগী ফয়সাল হোসেন (২৮), আক্তার হোসেন (২৭) ও সাজ্জাদ হোসেন ওরফে শিহাবুল আরিফ (৩৪)। তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, চারটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি, ১৩টি খালি খোসা, একটি চাকু, একটি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল, একটি ল্যাপটপ, সাতটি মোবাইল, আগ্নেয়াস্ত্র বিক্রির ৩ লাখ ১ হাজার টাকা উদ্ধার করা হয়। গোলাগুলির সময় র‌্যাব সদস্য এএসআই আশরাফুল ইসলাম ও কনস্টেবল শহিদ আহত হন। লে. কর্নেল কামরুল হাসান আরও জানান, দেলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রাবাজি, খুন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, মাদকসহ বিভিন্ন অপরাধে ২১টি মামলা রয়েছে। গত এক মাসের মধ্যে দেলু ডিবির ওপর দুই দফা গুলি চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। তার ভয়ে এলাকার লোকজন ভয়ে মুখ খুলতেন না। দেলু বাহিনীর প্রধান ডাকাত সরদার দেলু ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এদিকে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দেলুর মৃত্যুর খবরে শহরের খানপুর, নগর খানপুর, তল্লা, পাঠানটুলী এলাকার মানুষ মিষ্টি বিতরণ করেছেন।

সর্বশেষ খবর