সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ট্রাইব্যুনাল স্থানান্তরের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরাতন হাইকোর্ট ভবন থেকে সরিয়ে নিতে সুপ্রিমকোর্টের দেওয়া নির্দেশনা পুনর্বিবেচনার অনুরোধ করেছে সরকার। গতকাল এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম জানিয়েছেন, আইন মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠি পেয়েছি। চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরনো হাইকোর্ট ভবন থেকে না সরানোর অনুরোধ করা হয়েছে। জানা গেছে, চিঠিতে বলা হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বন্ধ করে পুরনো হাইকোর্ট ভবনটি সুপ্রিমকোর্টের কাছে হস্তান্তর করা হলে বর্তমান প্রেক্ষাপটে তা সর্বজনগ্রাহ্য  হবে না বরং বাংলাদেশ সুপ্রিমকোর্ট দেশবাসীর কাছে প্রশ্নবিদ্ধ হবে। আইন মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে ভবনটির ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি যুদ্ধাপরাধের বিচার ও জনগণের মনোভাব তুলে ধরে সুপ্রিমকোর্টকে বিষয়টি পুনর্বিবেচনা করতে বলা হয়। গত ২৩ আগস্ট পুরনো হাইকোর্ট ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দেয় সুপ্রিমকোর্ট প্রশাসন।

সর্বশেষ খবর