মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জামিন পেলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক

আদালত প্রতিবেদক

জামিন পেলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক

জামিন নিয়ে আদালত থেকে বেরিয়ে আসেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম —বাংলাদেশ প্রতিদিন

মানহানির একটি মামলায় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী জামিন পেয়েছেন। গতকাল ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের এ জামিন দেন। এর আগে বিবাদীরা আদালতে আত্মসমর্পণ করলে তাদের আইনজীবী জামিন চেয়ে আদালতে আবেদন করেন।

জামিন আবেদনে বলা হয়, দরখাস্তকারীরা সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ, আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা মামলার উল্লিখিত ধারায় কোনো অপরাধ করেননি। দরখাস্তকারীরা বাংলাদেশের স্বনামধন্য ও বিশিষ্ট ব্যক্তি এবং দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক। তারা বাংলাদেশের স্থায়ী নাগরিক ও আইন মান্যকারী ব্যক্তি। শুনানি শেষে আদালত দুজন আইনজীবীর জিম্মায় ও পাঁচ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন দেন। বিবাদীদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট তুহিন হাওলাদার, অ্যাডভোকেট মাহবুব হাসান রানা, অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম সুমন, অ্যাডভোকেট মফিজুল ইসলাম মাহফুজ, অ্যাডভোকেট সাইয়েদা আক্তার প্রমুখ। এ মামলার আরেক আসামি সাবেক এমপি গোলাম মাওলা রনি আগেই হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। তিনিও গতকাল আদালতে উপস্থিত ছিলেন। এর আগে ৫ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. সাইদুর রহমান মানিক। পরে বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস হাজির হতে আসামিদের প্রতি সমন জারি করেন। মামলায় অভিযোগ করা হয়, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদকীয় পৃষ্ঠায় ৩০ সেপ্টেম্বর খোলা কলামে গোলাম মাওলা রনির ‘সুন্দরী সুজানা, দুই বৃদ্ধ এবং এক উকিল’ শীর্ষক একটি লেখা প্রকাশিত হয়। এতে তিনি আমেরিকার একটি গবেষণার কথা উল্লেখ করে আইন পেশা এবং ফৌজদারি বিচারব্যবস্থার গোড়াপত্তন, ক্রমবিকাশ এবং বর্তমান অবস্থার খণ্ডিত চিত্র প্রকাশ করেন। এ ধরনের সংবাদ প্রকাশ করায় আইনজীবীদের মানহানি হয়েছে বলে মামলাটি করা হয়।

 

সর্বশেষ খবর