বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশে মন্দির ভাঙচুরে বিজেপির উদ্বেগ

দীপক দেবনাথ, কলকাতা

দীপাবলির রাতে ব্রাহ্মণবাড়িয়াসহ বাংলাদেশের দুয়েক স্থানে ঘর ও মন্দির ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের শাসক দল বিজেপি। বিষয়টি নিয়ে ভারত সরকারের তরফে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন দলের ন্যাশনাল সেক্রেটারি শ্রীকান্ত শর্মা।

গতকাল দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন ‘এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। হিন্দুদের টার্গেট করা উচিত নয়। বিষয়টি নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবে’।

উল্লেখ্য একটি ফেসবুক পোস্টকে ঘিরে গত রবিবার কালীপুজোর সময়ে  উত্তেজনা ছড়ায় বাংলাদেশের উল্লেখিত এলাকায়। দীপাবলির রাতে বাংলাদেশের ১৫টি মন্দির ও বহু ঘরবাড়িতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর। ফেসবুকে পোস্ট করার অভিযোগে নাসিরনগর এলাকার রসরাজ দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলাও হয়।

সর্বশেষ খবর