বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
যৌন হয়রানির প্রতিবাদ

অধ্যক্ষকে গুলি করে হত্যার চেষ্টা করল ছাত্রলীগ

নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি

ছাত্রীদের ছবি তুলতে বারণ ও তাদের যৌন হয়রানির প্রতিবাদ করায় অধ্যক্ষকে লাঞ্ছিত এবং গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগ মহাবিদ্যালয় কলেজে। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া করলে তারা অস্ত্র উঁচিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করে। পরে প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এক ঘণ্টা অবরোধের পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, কলেজ মাঠে শিক্ষার্থীদের সমাবেশ (অ্যাসেম্বলি) ও জাতীয় সংগীত পাঠ প্রস্তুতি চলছিল। এ সময় ওই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা মো. ইমদাদুল হক শক্কুন মাঠে এসে ছাত্রীদের  ছবি ওঠাতে থাকে। বিষয়টি গোচরে এলে কলেজের অধ্যক্ষ মো. আইয়ুব আলী তাকে ছবি তুলতে নিষেধ করেন। তখন এমদাদ চলে যায়। কিছুক্ষণ পর তার নেতৃত্বে ছাত্রলীগের এনামুল, শাকির হোসেনসহ ১০-১২ জন সন্ত্রাসী অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে। তারা অধ্যক্ষের শার্টের কলার ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে অধ্যক্ষের বুকে কাটারাইফেল ধরে এমদাদসহ অন্য সন্ত্রাসীরা তাকে হত্যার চেষ্টা করে। এ সময় অধ্যক্ষকে রক্ষার জন্য কলেজের অধ্যাপক হারুনুর রশিদ এগিয়ে এলে ছাত্রলীগের ওই কর্মীরা তাকেও হত্যার হুমকি দেয়। পরে শিক্ষক-কর্মচারীরা প্রতিরোধের চেষ্টা করলে সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি জয়াগ বাজার প্রদক্ষিণ করে। পরে তারা ঢাকা-চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশ বিচারের আশ্বাস দিয়ে তাদের সরিয়ে দেয়। জয়াগ মহাবিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া বলেন, ‘পুলিশ তাত্ক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে জয়াগ কলেজের অধ্যক্ষ ছাত্রলীগ নেতা ইমদাদুল, তুষার, এনামুল হক সুকর্ণ, শাকির ও ফারুক হোসেনসহ কয়েকজনকে আসামি করে লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর