শিরোনাম
বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

যশোরে দুই গ্রুপের গোলাগুলি, শ্রমিক দল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মনিরামপুরে কথিত গোলাগুলির ঘটনায় আনিসুর রহমান (৩৮) নামে শ্রমিক দলের এক নেতা নিহত হয়েছেন। তিনি মনিরামপুর উপজেলার লাউড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, গতকাল রাত ২টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় আনিসুরের মৃত্যু হয়েছে। মধ্য রাতের দিকে মনিরামপুরের বেগারিতলায় মিজান-মাহফুজ ও আনিসুর গ্রুপের মধ্যে এ গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে আনিসুরকে আহত অবস্থায় উদ্ধার করে এবং তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। আনিসুরের বিরুদ্ধে কৃষক লীগ নেতা শফি কামাল ও যুবলীগ কর্মী শাহীন হত্যাসহ ১২টি মামলা রয়েছে। তবে নিহতের ভাই আজিজুর রহমান দাবি করেছেন, গত ৩০ অক্টোবর ভোরে মনিরামপুর থানার পুলিশ আনিসুরকে আটক করে নিয়ে যায়। আনিসুর মনিরামপুর বাজারে রড-সিমেন্টের ব্যবসা করতেন। যশোর জেনারেল হাসপাতাল সূত্র জানায়, রাত পৌনে ২টার দিকে মনিরামপুর থানার এসআই কাওসার আহত আনিসুরকে হাসপাতালে ভর্তি করে যান। ২টা ৫ মিনিটের দিকে আনিসুর মারা যান। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত জানান, আনিসুর মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ছিলেন। তার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

সর্বশেষ খবর