শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিপিএলের পর্দা উঠছে আজ

প্রথম দিন মুখোমুখি কুমিল্লা-রাজশাহী, রংপুর-খুলনা

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের পর্দা উঠছে আজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর মাঠে গড়াচ্ছে আজ। প্রথম দিনেই অনুষ্ঠিত হবে দুই ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা আড়াইটায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস মুখোমুখি হবে রাজশাহী কিংসের। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় সাড়ে সাতটায় রংপুর রাইডার্স খেলবে খুলনা টাইটান্সের বিরুদ্ধে।

আগের আসরের মতো এবার কোনো আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না। তবে মাঠের লড়াইয়ে ঠিকই উত্তাপ থাকছে। প্রথম ম্যাচে লড়াই  হবে মাশরাফি বিন মর্তুজা ও ড্যারেন স্যামির মধ্যে। নড়াইল এক্সপ্রেসের ক্যারিশম্যাটিক নেতৃত্বে গত আসরে সাদামাটা দল নিয়ে শিরোপা জিতেছিল কুমিল্লা। এবারও শিরোপা ধরে রাখার জন্য প্রথম ম্যাচ থেকেই উজ্জীবিত ভিক্টোরিয়ানসের ক্রিকেটাররা। আগের বিপিএলে খুব একটা আলো ছড়াতে পারেননি স্যামি। তবে ক্যারিবীয় তারকার নেতৃত্বেই টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিপিএলে রাজশাহী কিংসকে চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ নিয়েই অধিনায়কের দায়িত্ব নিয়েছেন। তা ছাড়া স্যামির দলে রয়েছে সাব্বির রহমানের মতো বিস্ফোরক ব্যাটসম্যান। মাশরাফিদের ঘায়েল করে দেওয়ার জন্য পদ্মাপাড়ের এই ক্রিকেটার একাই যথেষ্ট। তবে আজকের ম্যাচে ভিক্টোরিয়ানসের চেয়েও কিংসরা এগিয়ে থাকবে বিস্ময় বালক মেহেদী হাসান মিরাজকে দলে পাওয়ায়। তবে কুমিল্লার আসল শক্তি মাশরাফির অধিনায়কত্ব। কেননা বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক নড়াইল এক্সপ্রেস। আগের তিন আসরেই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন তিনি। প্রথম দুই আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন। তৃতীয় আসরে তো এই কুমিল্লাকেই শিরোপা এনে দিয়েছেন। তবে চতুর্থ আসরে সর্তক মাশরাফি, ‘প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। জিততে পারলে পরের ম্যাচ অনেকটা সহজ হয়ে যায়।’ রাজশাহী কিংসের অধিনায়ক স্যামি বলেন, ‘লক্ষ্য থাকবে অবশ্যই জয়। শুরুতেই আমরা প্রতিপক্ষকে অবাক করে দিতে চাই।’ রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচেও লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি। পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি খেলবেন রাইডার্সের হয়ে। টাইটান্সের বড় তারকা ক্যারিবীয় লেন্ডল সিমন্স ও ক্যাভন কুপার। আর নেতৃত্বে মাহমুদুল্লাহ রিয়াদ তো রয়েছেনই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর