শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিচারক নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতার বৈধতা চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতের বিচারক নিয়োগ ও নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধানে রাষ্ট্রপতির ক্ষমতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে। উচ্চ আদালতের বিচারক নিয়োগ ও বিচারক হওয়ার যোগ্যতাসংক্রান্ত সংবিধানের ৯৫(১) ও ৯৫ (২) (খ) এবং নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধানে রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়টি সংবিধানের ১১৬ অনুচ্ছেদে রয়েছে। রিটে এ দুটি অনুচ্ছেদ চ্যালেঞ্জ করা হয়েছে। এসব ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে রুল চাওয়া হয়েছে। বিচার বিভাগ পৃথক্করণের নয় বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক বাণীতে ৩১ অক্টোবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারাঙ্গনে দ্বৈত শাসনের কথা উল্লেখ করেছেন। এরই মধ্যে এই রিট করা হলো।

সর্বশেষ খবর