শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
গুলশান হামলা

গ্রেফতার চার অস্ত্র সরবরাহকারী তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ব্যবহূত গ্রেনেড তৈরির কাঁচামাল ও অস্ত্র সরবরাহের অভিযোগে আটক চারজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বুধবার রাতে রাজধানীর দারুসসালামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা হলেন মো. আবু তাহের (৩৭), মিজানুর রহমান (৩৪), সেলিম মিয়া (৪৫) ও তৌফিকুল ইসলাম ওরফে ডা. তৌফিক (৩২)। সবাই জেএমবির সক্রিয় সদস্য বলে দাবি করেছে পুলিশ। গতকাল দুপুরে তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে। পুলিশ জানায়, অভিযানের সময় জঙ্গিদের হেফাজত থেকে হাতে তৈরি গ্রেনেডের মূল উপকরণ ৭৮৭টি ডেটনেটর ও ১টি নাইনএমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতরা দেশব্যাপী চালানো সাম্প্রতিক নব্য জেএমবির হত্যাকাণ্ডগুলোয় ব্যবহূত গ্রেনেডের ডেটনেটর, জেল ও অস্ত্র ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসতেন। এদের মধ্যে মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেএমবির নেতৃত্বে রয়েছেন জানিয়ে পুলিশ জানায়, তিনি ‘বড় মিজান, ‘ছোট মিজান’ ও ‘তারা’ নামও ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে, ঢাকায় নতুন করে কোনো নাশকতা সৃষ্টির লক্ষ্যে গ্রেফতারকৃত জেএমবির বর্তমান নেতৃত্বের নির্দেশ ও পরামর্শ মোতাবেক এই ডেটনেটর ও অস্ত্র ঢাকায় নিয়ে আসেন। এসব অস্ত্রশস্ত্র চোরাচালানের পর ছোট মিজান ওরফে তারা গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরী ও মারজানের কাছে পৌঁছে দেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন।

 

সর্বশেষ খবর