শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামে শিশু সাহিত্যিকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে শিশু সাহিত্যিকদের  মিলনমেলা

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আঙিনা। পুরো অঙ্গন দেশের খ্যাতিমান শিশু সাহিত্যিকদের পদভারে মুখর। উচ্ছ্বসিত শিশু-কিশোর পাঠকরা উত্সুক হয়ে অপলক নেত্রে দেখছেন প্রিয় লেখককে। দেশ থেকে আসা নবীন-প্রবীণ কবি, গল্পকার, ছড়াকার, চিত্রশিল্পী, আবৃত্তিকার, প্রকাশকের প্রাণবন্ত অংশগ্রহণে মিলনমেলায় রূপ নেয়। চন্দ্রাবতী শিশু সাহিত্য সম্মেলনে বসেছে এ বর্ণিল মিলনমেলা। গতকাল বিকালে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী চন্দ্রাবতী শিশু সাহিত্য সম্মেলন উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। বরেণ্য শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম, ফারুক হোসেন, জাহীদ রেজা নূর ও এ বি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী। আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় প্রথম পর্বের সভায় স্বাগত বক্তব্য দেন একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল, শুভেচ্ছা বক্তব্য দেন সম্মেলনের চেয়ারম্যান শিশু সাহিত্যিক রাশেদ রউফ। ‘চন্দ্রাবতী একাডেমি শিশু সাহিত্য’ পুরস্কার দেওয়া হয় স্বনামধন্য লেখক শাহজাহান কিবরিয়া, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও কবি আবুল মোমেনকে। শাহজাহান কিবরিয়ার পক্ষে পুরস্কার নেন কবি সুজন বড়ুয়া। পুরস্কারপ্রাপ্তদের জীবনী পড়েন বাচিকশিল্পী রণজিৎ রক্ষিত, অঞ্চল চৌধুরী, মুজাহিদুল ইসলাম। উদ্বোধনী সংগীত পরিবেশন করে অভ্যুদয় সংগীতাঙ্গন। দ্বিতীয় পর্বে ছিল স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা। কবি আসলাম সানীর সভাপতিত্বে এতে আলোচনা করেন কবি ওমর কায়সার। সব শেষে ছিল আবৃত্তি। অনুষ্ঠানে জাহীদ রেজা নূর বলেন, আপনার সন্তানের হাতে বই তুলে দিন। এখনো সময় আছে। শিশুদের চোখ দিয়ে দেখার পাশাপাশি হূদয় দিয়েও দেখার চেষ্টা করুন। তিনি বলেন, শিশু সাহিত্য শুধু ছোটদের সাহিত্য নয়, এটি বড়দেরও সাহিত্য এবং পূর্ণাঙ্গ সাহিত্য। চন্দ্রাবতী একাডেমির বাংলা শিশু সাহিত্য প্রকাশনার ২০০ বছর শীর্ষক আলোচনার এ উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে। আমীরুল ইসলাম বলেন, আমাদের খ্যাতিমান সাহিত্যিকরা দায়িত্ব নিয়ে ছোটদের জন্য লিখে গেছেন, বাণিজ্যের জন্য নয়। তারা আমাদের কাছে বরণীয়। ফারুক হোসেন বলেন, মেধাবী সাহিত্যিকরাই শিশু সাহিত্য রচনা করেন। এটি দায়িত্বশীল কাজ। যদিও শিশু সাহিত্য এখনো অবহেলিত।

সর্বশেষ খবর