শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাগর উত্তাল, ৩ নম্বর সংকেত বহাল

নিজস্ব প্রতিবেদক

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। সাগর উত্তাল থাকায় তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদফতর। একজন আবহাওয়াবিদ জানান, নিম্নচাপটি আজকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে তা বাংলাদেশে আঘাত হানবে কি না- এখনো ধারণা পাওয়া যাযনি। নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ অনেক এলাকায় হালকা বৃষ্টি হচ্ছে। রবিবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস রয়েছে। গতকাল আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস জানান, নিম্নচাপটি দুপুরে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০৩৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৮৮৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। গত ২৪ ঘণ্টা ধরে এটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাগর উত্তাল  থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে অধিদফতর।

 নভেম্বরে দুই ঘূর্ণিঝড়ের শঙ্কা: চলতি মাসে অন্তত দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে,  যার মধ্যে অন্তত দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

সর্বশেষ খবর