শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
ভোলা সাভার ও মানিকগঞ্জে হত্যা

মামলা দায়ের, বিচার দাবিতে মানববন্ধন

প্রতিদিন ডেস্ক

ভোলায় স্কুলছাত্রী নাবিলা হত্যা, সাভারে নারী পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা, মানিকগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর বাবাকে খুনের ঘটনায় ও মেহেরপুরে ছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়া ঘটনায় মামলা ও বিভিন্ন স্থানে বখাটেদের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ভোলা প্রতিনিধি জানান, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া এলাকায় স্কুলছাত্রী নাবিলা হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের বাবা বাদী হয়ে ভোলা থানায় একটি হত্যা মামলা করেছেন। এদিকে ঘটনার দুই দিন পরও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আজ নাবিলার স্কুলের শিক্ষক ও সহপাঠীরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং দ্রুত বিচার দাবি করে মানববন্ধন করেছে। অন্যদিকে এ হত্যাকাণ্ডটিকে ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল অপচেষ্টা চালাচ্ছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন। নিহতের মা অভিযোগ করেন, বুধবার বিকালে নাবিলাকে বাড়িতে রেখে তিনি পার্শ্ববর্তী গ্রামে বাবার বাড়ি যান। সন্ধ্যার পর তাকে একা ঘরে পেয়ে প্রতিবেশী মাহফুজ ও তার বন্ধুরা ধর্ষণের পর হত্যা করে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালায়। প্রত্যক্ষদর্শী ও নিহত নাবিলার বাবা সেলিম জানান, যতটুকু উচ্চতায় নাবিলাকে রশিতে  ঝুলানো ছিল সে উচ্চতা নাবিলার উচ্চতার চেয়ে কম। বিধায় এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। এটি পরিকল্পিত হত্যা। তারা এর বিচার চান। তবে অভিযুক্ত মাহফুজের বাবা ভেদুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবদুল হাকিম মিজি বলেন, তার ছেলে এ ঘটনার সঙ্গে জড়িত নয়। সাঈদী, শামীম ও জুয়েল নামে তিন বখাটে এ ঘটনার সঙ্গে জড়িত। ভোলা থানার ওসি মীর খায়রুল কবির জানান, নাবিলা হত্যার ঘটনায় তার বাবা সেলিম বাদী হয়ে চারজনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। আসামি গ্রেফতারে জোর তত্পরতা চলছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, রংপুরে দুই নার্সিং ছাত্রী ধর্ষণসহ সারা দেশে নারী-শিশু ধর্ষণ, নির্যাতনের ঘটনার সঙ্গে যুক্ত সব নির্যাতক-ধর্ষক-খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সংগঠনের জেলা শাখার উদ্যোগে গতকাল বেলা ১২টায় সাতমাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাভার প্রতিনিধি জানান, সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কল্পনা আক্তারকে (২৩) কুপিয়ে হত্যা করেছে একই এলাকার বখাটে যুবক। বৃহস্পতিবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  এ ঘটনার লেল্টু মোল্লাকে প্রধান করে একটি হত্যা মামলা করেন তার মামা।  এদিকে আটক লেল্টু মোল্লা বলেন, আমার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে মেরে ফেলেছি। এবার ফাঁসি হলেও আমার কোনো অভিযোগ নেই। মেহেরপুর প্রতিনিধি জানান, গাংনী ধলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর অশ্লীল ছবি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ৪৮ ঘণ্টার পরও কোনো তথ্য উদঘাটন করতে পারেনি গাংনী থানা পুলিশ। গাংনী থানার এসআই শংকর কুমার ঘোষ জানান, অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত অপর তিনজনের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। এদিকে ছাত্রীর পরিবারের দাবি, পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে এদের আটক করা সম্ভব। পরিবারের অভিযোগ, অভিযুক্তদের পরিবার ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অভিযুক্তদের আটকের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

সর্বশেষ খবর