রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
দিনভর বর্ষণ, দমকা হাওয়া

উপকূলে ‘নাডা’ আতঙ্ক, সংকেত বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক

উপকূলে ‘নাডা’ আতঙ্ক, সংকেত বেড়ে ৪

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ সকালে ঘূর্ণিঝড় ‘নাডা’য় পরিণত হয়ে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ অবস্থায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বরের পরিবর্তে ৪ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় জেলাগুলোয় ভারী বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যাওয়ার আভাসও দিয়েছে  আবহাওয়া বিভাগ। গতকাল আবহাওয়া অধিদফতরের এক বুলেটিনে বলা হয়, পশ্চিম-মধ?্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল বেলা ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিমি পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিমি পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৫০০ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত ও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সকাল নাগাদ বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিমির মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সংকেত নামিয়ে পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এ জেলাগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া এসব এলাকার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে দু-তিন ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তার নাম হবে ‘নাডা’। এ নামটি ওমানের দেওয়া। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগরতীরের আট দেশের আবহাওয়া দফতর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেল এ অঞ্চলে সম্ভাব?্য ঘূর্ণিঝড়ের একটি তালিকা করে রেখেছে। কোনো নিম্নচাপ সাইক্লোনে রূপ নিলে ওই তালিকা থেকে নির্ধারিত নামটি বরাদ্দ হয়। গত মাসের শেষ সপ্তাহে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিলে মিয়ানমারের প্রস্তাব অনুসারে নাম দেওয়া হয় ‘কায়ান্ট’, যার অর্থ কুমির। কায়ান্ট দুর্বল হয়ে সাগরেই নিম্নচাপে পরিণত হয়। এটি উপকূল অতিক্রম করেনি। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— বরিশাল : সম্ভাব্য ঘূর্ণিঝড়সহ জলোচ্ছ্বাসের খবরে আতঙ্ক সৃষ্টি হয়েছে উপকূলীয় দক্ষিণাঞ্চলে। গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদফতর। টানা বৃষ্টিতে জনজীবনে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন তেমন একটা রাস্তাঘাটে বের হচ্ছে না। বরগুনা : পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল সমুদ্রে ঝড়ের কবলে পড়ে তিনটি মাছধরার ট্রলার ডুবে তিন জেলে নিখোঁজ রয়েছেন। এ সময় ট্রলারগুলোতে থাকা ৪৯ জনের মধ্যে ৪৬ জেলেকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করে নিয়ে আসেন। গতকাল সকাল ৮টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারবয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম বন্দরের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গভীর নিম্নচাপের মধ্যে বন্দরে কার্যক্রম স্বাভাবিক থাকলেও বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য ওঠানো-নামানোর কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবে ইয়ার্ড থেকে পণ্য ডেলিভারি ছিল স্বাভাবিক।

ভোলা : নিম্নচাপের প্রভাবে ভোলায় শুক্রবার থেকে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া তেমন কেউ ঘর থেকে বের হয়নি। গতকাল সকাল থেকে জেলার অধিকাংশ এলাকা বিদ্যুত্হীন ছিল। উপকূলীয় এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, লক্ষাধিক মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এদিকে জেলার মনপুরা, চরফ্যাশন, লালমোহন ও ভোলা সদরের বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অন্যদিকে উত্তাল হয়ে উঠেছে মেঘনা ও তেঁতুলিয়া নদী। পটুয়াখালী : মহীপুর, আলীপুর, ঢোস, মৌডুবিসহ জেলার সব মত্স্যবন্দরের বেশির ভাগ মাছধরা ট্রলার তীরে ফিরছে।

কুয়াকাটা-সংলগ্ন সাগর উত্তাল রয়েছে। এদিকে টানা তিন দিন বিরামহীন বৃষ্টিতে বাউফল উপজেলায় আমন ধান ও সবজির ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষেতের ধান গাছ ভেঙে পড়েছে। সবজির ক্ষেতে পানি জমে গেছে। এসব কারণে চিন্তিত হয়ে পড়েছেন উপজেলার প্রান্তিক চাষিরা।

বাগেরহাট : গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসার খবরে সুন্দরবনসহ বাগেরহাট উপকূলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মংলা বন্দর হারবার বিভাগ জানিয়েছে, বৈরী আবহওয়ার কারণে শুক্রবার রাতের পালা থেকে মংলা বন্দর ও আউটার অ্যাংকরেজে অবস্থানরত ১২টি পণ্যবোঝাই জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ রয়েছে। সকাল থেকেই বৈরী আবহওয়ার কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ এ পরিস্থিতিতে সুন্দরবনে অবস্থানরত দেশি-বিদেশি সব ইকো ট্যুরিস্টকে লোকালয়ে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছে।

নোয়াখালী: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলার মূল ভূখণ্ড এবং ঢাকা ও চট্টগ্রামের সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ায় সি-ট্রাকসহ সব ধরনের নৌচলাচল বন্ধ রয়েছে। ঝালকাঠি : নিম্নচাপের প্রভাবে দক্ষিণের জেলা ঝালকাঠিতে বৃষ্টি হচ্ছে। চার উপজেলাই নদীবেষ্টিত থাকায় অবিরাম বৃষ্টির কারণে তীরবর্তী এলাকা প্লাবিত হচ্ছে। কাঁঠালিয়া উপজেলার আমুয়া বেড়িবাঁধ পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির কারণে ডুবে গেছে রাস্তাঘাট।

সর্বশেষ খবর