রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
আয়কর মেলায় ভিড় বাড়ছেই

পাঁচ দিনে সোয়া লাখ করদাতার রিটার্ন দাখিল

নিজস্ব প্রতিবেদক

দিনভর বৃষ্টিতেও করদাতাদের ব্যাপক পদচারণায় মুখর ছিল রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে অনুষ্ঠিত আয়কর মেলা। প্রতিদিনের আয়কর মেলায় ভিড় বাড়ছেই। সপ্তাহব্যাপী মেলার পঞ্চম দিন পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ২১ হাজার ১৩১ জন করদাতা। এ সময়ে এক হাজার ৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকা আয়কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন ৬ লাখ ৩৮ হাজার  ১৬ জন। তবে গতকাল নতুন টিআইএন নিয়েছেন ৪ হাজার ৮৯৬ জন। গতকাল কর মেলায় অনলাইনে কর বিবরণী জমা দেওয়ায় ইউজার আইডি ও পাসওয়ার্ড নেওয়ায় করদাতাদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। এ পর্যন্ত মেলায় ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণ করেছেন ২ হাজার ৫৭৮ জন। আর এ সংক্রান্ত সেবা নিয়েছেন ৮ হাজারের বেশি। অন্যদিকে ভবিষ্যৎ করদাতা সৃষ্টি ও শিক্ষার্থীদের কর বিষয়ে সচেতন করতে মেলায় কর শিক্ষণ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীরা প্রতিদিন মেলা পরিদর্শন, কর বিষয়ে ধারণা লাভ, কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। গতকাল রাজধানীর শেরেবাংলা নগর উচ্চ বালিকা বিদ্যালয়ের চারজন শিক্ষকের নেতৃত্বে ৫৯ জন ছাত্রী অংশ নেয়। পরে ছাত্রীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ১০ জন বিজয়ী ছাত্রীর মধ্যে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। অংশগ্রহণকারী সব ছাত্রীকে শিক্ষা উপকরণ ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে সনদপত্র প্রদান করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। এ ছাড়াও গতকাল মেলা প্রাঙ্গণে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের ‘পার্টনারশিপ ডায়ালগ’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আমি দেখেছি ছোট্টবেলায় মানুষ কর দেওয়ার সময়ে পালাত। কিন্তু এখন কর দেওয়ার সময়ে মানুষ পালাচ্ছে না। তারা বেশ উৎসাহ নিয়ে কর দিচ্ছে। পাশাপাশি অন্যকে দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। জনগণ বুঝতে পারছে, কর না দিলে দেশ উন্নত হবে না। তিনি বলেন, এখন কর দেওয়ার সময়ে ভিড় হলেও মানুষ কর দিচ্ছে। মানুষ বুঝতে পারছে কর দেশের খুবই গুরুত্বপূর্ণ অংশ। এখন বেশ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কর আদায় করা হচ্ছে। মানুষের শরীরের যেমন গুরুত্বপূর্ণ অংশ হলো হার্ট তেমনি দেশের হূিপণ্ড হলো রাজস্ব। করদাতাদের শুভেচ্ছা জানিয়ে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, রাজস্ব উন্নয়নের অক্সিজেন। সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে প্রয়োজন প্রচুর অভ্যন্তরীণ সম্পদ তথা রাজস্ব। দেশের সম্মানিত নাগরিকরা সরকারের রূপকল্প বাস্তবায়নে অংশগ্রহণ করতে চান। আয়কর মেলায় সম্মানিত করদাতারা ও সেবাগ্রহীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তা প্রমাণ করে। মেলার মতো উৎসব মুখর পরিবেশে জাতীয় রাজস্ব বোর্ড সম্মানিত করদাতাদের সেবা দিয়ে যেতে চায়। সে জন্য মেলার মতো কর অঞ্চলে সারা বছর এ ধরনের সেবা দিতে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ। মেলায় অংশগ্রহণ করে আয়কর প্রদান ও সেবা গ্রহণ করায় সম্মানিত নাগরিকদের জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।

সর্বশেষ খবর