সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এখনই একটা সংস্কার দরকার

———— মীর নাসির হোসেন

এখনই একটা সংস্কার দরকার

দেশের সাধারণ ব্যবসায়ী নেতারা তাদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে সভাপতি ও সহ-সভাপতি এবং পরিচালকের পদগুলোতে সরাসরি ভোট চান। এই জনপ্রিয় দাবি পূরণের জন্য একটা সংস্কার হওয়া দরকার বলে মনে করেন সংগঠনটির সাবেক সভাপতি মীর নাসির হোসেন। তার মতে, এটা অনেক দিনের দাবি সাধারণ ব্যবসায়ীদের। কীভাবে সে দাবি পূরণ করা যায়, তা চিন্তাভাবনা করে একটা পন্থা বের করা হচ্ছে। সবার দাবিকে এক করে একটা সংস্কার এখন সময়ের প্রয়োজন হয়ে গেছে। এ নিয়ে আলোচনা চলছে। আমরা (সংস্কার কমিটি) একটা মোটামুটি গ্রহণযোগ্য সংস্কার প্রস্তাব সরকারকে দিতে চাই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত এফবিসিসিআই সংস্কার কমিটির সদস্য মীর নাসির হোসেন বলেন, এফবিসিসিআইর একটা সংস্কার হওয়া দরকার। কারণ অনেক বড় চেম্বার ও অ্যাসোসিয়েশন সরাসরি নির্বাচনে আসে না বলে তাদের পরিচালনা পর্ষদের বোর্ডে আনতে ২০০২ সালে তৎকালীন সরকার বাণিজ্য সংগঠনগুলোর জন্য একটা অধ্যাদেশ জারি করে। অধ্যাদেশ জারির আগে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে বড় বড় চেম্বার ও অ্যাসোসিয়েশনকে মনোনীত পরিচালক হিসেবে বোর্ডে আনা হয়। এফবিসিসিআইর সাবেক এই সভাপতি বলেন, এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মনোনীত পরিচালকরা সংখ্যায় বেড়ে যাচ্ছেন। মনোনীত পরিচালক হওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম-নীতি নেই। মোটামুটি যে যেভাবে পারছেন লবিং করে মনোনীত পরিচালক নিচ্ছেন। নির্বাচনে যারা আসছেন ক্রমান্বয়ে তাদের বয়স কমে যাচ্ছে। তবে মনোনীত পরিচালকদের প্রতিনিধিত্ব দরকার আছে। আবার তারা ফেডারেশনের কর্মকাণ্ডে খুব একটা আগ্রহ দেখান না। এখন এ ব্যবস্থার একটা পরিবর্তন সবাই চায়। এর দরকারও আছে। আবার বড় চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোর একটা প্রতিনিধিত্ব ফেডারেশনে থাকা উচিত শীর্ষ সংগঠন হিসেবে। সে জন্য সংস্কার দরকার। এটা মনোনীত বা খাতভিত্তিক প্রতিনিধি যে প্রক্রিয়াতেই হোক না কেন তাদের প্রতিনিধিত্ব থাকা দরকার। মনোনীত পরিচালক প্রথার সমালোচনা করে মীর নাসির হোসেন বলেন, কিন্তু মনোনীত পরিচালক প্রথা এখন এমন পর্যায়ে চলে গেছে, এটা একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে খাতভিত্তিক বা অঞ্চলভিত্তিক প্রতিনিধি হিসেবে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব। আমি মনে করি একটা সংস্কার হওয়া দরকার এবং একটা জনপ্রিয় দাবি বহুদিন ধরে আছে যে সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে সরাসরি সাধারণ ব্যবসায়ীদের (এফবিসিসিআই জেনারেল বডি মেম্বার) ভোটে নির্বাচিত করা হোক। এটা অনেক দিনের দাবি সাধারণ ব্যবসায়ীদের। এটা কীভাবে করা যায়, তা চিন্তাভাবনা করে একটা পন্থা বের করা হচ্ছে। সবার দাবিকে এক করে একটা সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে। এ নিয়ে আলোচনা চলছে। আমরা একটা মোটামুটি গ্রহণযোগ্য সংস্কার প্রস্তাব সরকারকে দিতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর