সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংস্কার একটা চলমান প্রক্রিয়া

—— সফিউল ইসলাম মহিউদ্দিন

সংস্কার একটা চলমান প্রক্রিয়া

দেশের বাণিজ্য সংগঠনগুলোর সংস্কার একটা মৌলিক ও চলমান প্রক্রিয়া বলে মনে করেন এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। তার মতে, যারা ভোট দেবেন, যে সংগঠনের হবেন, সেই সংগঠন যেন অস্তিত্বসম্পন্ন হয়। এসব সংস্কার করা হলে সরাসরি ভোট করা যাবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এফবিসিসিআইর অধীনে থাকা যেসব সমজাতীয় বাণিজ্য সংগঠন হয়েছে, তাদের অনেকের সাইনবোর্ডও নেই। তাদের বার্ষিক সাধারণ সভা বা এজিএম হয় না। নির্বাচন হয় না। কিন্তু এই সংগঠনগুলো ভোটের জন্য রেখে দেওয়া হয়েছে। যেসব অপ্রয়োজনীয় সংগঠন আছে, বিশেষ করে অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে, সেগুলো একটা নিয়ম-নীতির মধ্যে আনা দরকার। বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী এগুলোকে আইনের মধ্যে আনা উচিত। এটা হলো প্রথম সংস্কার। সরাসরি ভোটে সব পরিচালক নির্বাচন হওয়া উচিত উল্লেখ করে সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, মনোনীত পরিচালকদের নির্বাচনমুখী করতে পরিবেশ তৈরি করতে হবে। আমি মনে করি, প্রথমে যারা ভোট দেবেন তারা যেন প্রকৃত ব্যবসায়ী ও অংশীজন হন। তারা যে সংগঠনের প্রতিনিধিত্ব করবেন, ওই সংগঠন যাতে অস্তিত্বসম্পন্ন হয়। একই সঙ্গে তারা যেন অর্থনীতির প্রকৃত অংশীদার হন। এফবিসিসিআইর এই নেতা বলেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সরাসরি ভোটে নির্বাচিত হন না। তাই এফবিসিসিআইতেও সংসদীয় পদ্ধতিতে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন হলে কোনো সমস্যা নেই। সরাসরি ভোটেও কোনো সমস্যা নেই। তবে পকেট ভোট রাখা যাবে না।

সর্বশেষ খবর