সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শ্রদ্ধায় সিক্ত এম আর খান দাফন আজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের শিশু চিকিৎসার পথিকৃৎ জাতীয় অধ্যাপক এম আর খানের দাফন আজ। মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী সাতক্ষীরা শহরতলীর রসুলপুর গ্রামে বাবা-মা ও স্ত্রীর পাশে এম আর খানকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার মেয়ে দৌলতুন্নেসা ম্যান্ডি। গতকাল শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জানান, আগামীকাল (আজ) সকাল ১০ টার মধ্যে দাফন সম্পন্ন হতে পারে। তবে সাতক্ষীরা পৌঁছানোর ওপর নির্ভর করবে কখন দাফন হবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর মিরপুরে এম আর খান প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ-এ নেওয়া হয় তার কফিন। পরে নেওয়া হয় তার হাতে গড়া উইমেন্স মেডিকেল কলেজে। দুই স্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়। আজ এম আর খানের মরদেহ নেওয়া হবে সাতক্ষীরায় তার গ্রামের বাড়িতে। পথে যশোর শিশু হাসপাতাল এবং সাতক্ষীরা শিশু হাসপাতালে আরও দুই দফা জানাজা হওয়ার কথা রয়েছে। এম আর খানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে চিকিৎসক, শিক্ষক, রাজনীতিবিদ, চিকিৎসক পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই চিকিৎসকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ইসমাইল খান, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ?্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ইকবাল আর্সলান, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মিজানুর রহমানসহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা। এর আগে গতকাল সকালে গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়। বিএসএমএমইউ কেন্দ্রীয় জামে মসজিদে জানাজায় অংশ নেন সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সিরাজুল ইসলাম, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো, শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া (স্বপন) ও  কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল প্রমুখ।

সর্বশেষ খবর