মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শুদ্ধতার মুগ্ধতা

সাংস্কৃতিক প্রতিবেদক

শুদ্ধতার মুগ্ধতা

হেমন্তের এই সময়টাতে শীত কিছুটা ঝেঁকে বসেছে। গ্রামবাংলার প্রকৃতির পাশাপাশি রাজধানীতেও শীতের ছিঁটেফোটা পড়ছে। হেমন্তে শীতের আগমনী ধ্বনি চারদিকে প্রতিধ্বনিত হওয়াতে উষ্ণতার পরিবর্তে হিমশীতল অনুভূতি টের পাওয়া যাচ্ছে সর্বত্রই। কার্তিকের হিমশীতল পরিবেশে সুরের খেলা ঢেউ খেলেছে শিল্পকলা একাডেমিতে আগত সুরপিয়াসীদের হূদয়ের মন্দিরে। রাগ, তাল, লয় ও ছন্দের সমন্বিত কলার সংমিশ্রণে সুর কাঙ্গাল শ্রোতাদের তনুমন মুগ্ধ হয়েছে ভালোলাগার আবেশে। হিমশীতল অনুভূতিতে যেন উষ্ণতার পরশ বুলিয়ে দিয়েছে শুদ্ধসংগীতের মুগ্ধতা। শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনের শাস্ত্রীয় সংগীত সন্ধ্যার চিত্রকল্পটা ছিল এমনই। একাডেমির আয়োজনে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এই শাস্ত্রীয় সংগীত সন্ধ্যায় হংসধ্বনি, রাগ পূরীয়া, ধানশ্রী, বাগেশ্রী ইত্যাদি রাগের পরিবেশনায় শুদ্ধতার শৈল্পিক স্রোতে ভেসে যান উপস্থিত দর্শক-শ্রোতা। যন্ত্রসংগীতে শাস্ত্রীয় হংসধ্বনি পরিবেশনের মধ্য দিয়েই শুদ্ধ সংগীতের এই আসরের সূচনা ঘটে। অনুষ্ঠানে কণ্ঠসংগীতে রাগ পূরীয়া ধানেশ্রী রাগ যোগ পরিবেশন করেন শিল্পী অসিত কুমার দে। কণ্ঠসংগীতে বাগেশ্রী পরিবেশন করেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ। শুদ্ধ সংগীতের এই আয়োজনে শাস্ত্রীয় নৃত্য অনুষ্ঠানের নান্দনিকতায় ভিন্নমাত্রা যোগ করে। এতে চর্যানৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা, বেলায়েত হোসেন খানের পরিচালনায় সমবেতভাবে ভরতনাট্টম পরিবেশন ও মুনীরা পারভীন হ্যাপীর পরিচালনায় কত্থক নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর