মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হবেন না এমপিরা

আপিল খারিজ

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা পর্ষদে স্থানীয় সংসদ সদস্যদের সভাপতি পদে থাকার বিধান বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এ বিষয়ে করা আপিলের আবেদন খারিজ করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। এর ফলে এমপিরা বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি পদে থাকতে পারছেন না। ওইসব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কমিটি গঠনের বিধানও বাতিল হয়ে গেল। এর আগে ১ জুন বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০০৯-এর ৫(২) এবং ৫০ ধারা বাতিল ঘোষণা করে হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ লিভ টু আপিলের আবেদন করে। গতকাল সেই আবেদন খারিজ করে আপিল বিভাগ। আদালতে রিটের পক্ষে আইনজীবী ইউনুস আলী আকন্দ ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন।

এর আগে ১৩ এপ্রিল একটি রিটের শুনানি শেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্যদের দায়িত্ব পালন এবং নির্বাচন ছাড়া কমিটি গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। রিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা, ২০০৯-এর ৫ ও ৫০ ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। এর মধ্যে ৫(২) ধারা হচ্ছে এমপিদের সভাপতি পদ ও ৫০ ধারা হচ্ছে বিশেষ কমিটি গঠনের বিষয়ে। হাইকোর্টের রায়ে এ দুটি ধারা বাতিল করে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর