মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

স্বাভাবিক জীবনের পথে বৃক্ষমানব

নিজস্ব প্রতিবেদক

স্বাভাবিক জীবনের পথে বৃক্ষমানব

স্বাভাবিক জীবনের অপেক্ষায় রয়েছেন বৃক্ষমানব খ্যাত আবুল বাজনদার। তার দুই হাতে গাছের শিকড়ের মতো শাখা-প্রশাখার আঁচিলের কারণে তিনি বৃক্ষমানব হিসেবে পরিচিতি লাভ করেছেন। আর সেই আঁচিলের ভার থেকে পুরোপুরি মুক্ত হতে তার সময় লাগবে আর মাসখানেকের মতো। এ অপেক্ষার পর ছোট কয়েকটি অস্ত্রোপচার। এরপরই স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন ছুঁতে পারবেন বাজনদার। যে বিরল ‘এপিডারমোডাইসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত হয়ে ১০ কেজি ওজনের আঁচিল নিয়ে এ বছরের গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলেন খুলনার ২৫ বছর বয়সী এই যুবক। এরপর থেকে প্রায় দশ মাস ধরে সরকারিভাবে তার চিকিৎসার ব্যয়ভার চালানো হয়। ১৪ বার অস্ত্রোপচারের পর এখন তার হাত-পায়ে আর কোনো আঁচিল নেই। বার্ন ইউনিটের চিকিৎসক ডা. সামন্ত লাল সেন জানান, বাজনদারের দুই হাতে পাঁচবার করে দশটি আর দুই পায়ে দুবার করে চারটি অস্ত্রোপচার করা হয়েছে। সে এখন ৯৫ শতাংশ সুস্থ। তার দুই হাতে চারটি ও দুই পায়ে আর দুটি ছোট অস্ত্রোপচার করলেই এক মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বৃক্ষমানব আবুল বাজনদার জানান, তিনি অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বাড়ি ফেরার জন্য। সঙ্গে শৈশবের মতো স্বাভাবিক জীবনে ফেরার। তার স্ত্রী হালিমা জানান, ওর জীবন এভাবে ফিরে পাব কোনোদিন ভাবতে পারিনি। সত্যি এত ভালো লাগার কথা প্রকাশ করতে পারব না। এর আগে সরকারি খরচে চিকিৎসার পাশাপাশি বাড়ি ও চাষাবাদের জমি কেনারও টাকা পেয়েছেন আবুল বাজনদার।

সর্বশেষ খবর