বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ

মৎস্যমন্ত্রী ছায়েদুলের বিরুদ্ধে মামলা

আদালত প্রতিবেদক

মানহানির অভিযোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য এবং সুপ্রিমকোর্টের আইনজীবী আমিনুল ইসলাম। মামলায় মন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। পরে বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ আদেশের জন্য ১৪ নভেম্বর দিন ধার্য করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন, ইউপি নির্বাচনে উপজেলার হরিপুর ও গুনিয়াউক ইউনিয়নে চেয়ারম্যান পদে টাকা নিয়ে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।

হিন্দু সম্প্রদায়কে নিয়ে কটূক্তির অভিযোগে মন্ত্রীর বিরুদ্ধে মামলা : কুমিল্লার আদালতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হকের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়কে মালাউন বলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহর আদালতে এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী অ্যাড. সুবীর নন্দী বাবু। আদালত মামলাটি আমলে নিয়ে ২০১৭ সালের ২৩ জানুয়ারির মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ খবর