বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
অর্থ আত্মসাতের অভিযোগ

পোস্টমাস্টার, ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জালিয়াতি, মোটরযান কর ও অর্থ আত্মসাতের মামলায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন মিরপুর বিআরটিএর সাব পোস্টমাস্টার মো. সিরাজুল ইসলাম। তার বিরুদ্ধে টোকেনের মাধ্যমে মোটরযান করের ১০ লাখ ৩০ হাজার ৬ টাকা আত্মসাতের অভিযোগ। এ ছাড়া ৪ লাখ ৪১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক সুপারভাইজার মো. মতিউর রহমান ও একই ব্যাংকের কর্মচারী মো. আমিনুল ইসলামকে গ্রেফতার করে দুদক। জাগরণ টেক্সটাইল মিলের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মিয়াজীকে ৩ কোটি ৪৬ লাখ ৩১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয়। এ ছাড়া সড়ক ও জনপথ বিভাগের সহকারী আইন কর্মকর্তা জহুরুল হককে গ্রেফতার করে দুদক।

সর্বশেষ খবর