বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ স্বেচ্ছাসেবক দলের

নিজস্ব প্রতিবেদক

চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ স্বেচ্ছাসেবক দলের

জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন —বাংলাদেশ প্রতিদিন

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনের ভিতর চেয়ারে বসাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

গতকাল প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শফিউল বারি বাবু এবং সাধারণ সম্পাদক অবদুল কাদের ভুইয়া। সংঘর্ষকারীরা মিলনায়তনের বিভিন্ন অংশের কাচ ও ১০-১২টি চেয়ার ভাঙচুর করেন। জানা গেছে, স্বেচ্ছাসেবক দল শাহাবাগ থানার সাবেক সভাপতি বিল্লাল হোসেন ও বর্তমান সভাপতি ইকবাল হোসেন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে এ ব্যাপারে আবদুল কাদের ভূইয়া জুয়েল সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলের মধ্যে সরকারের এজেন্ট ঢুকে পড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর