বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
ঐতিহ্য

ছেঁউড়িয়ায় লালন মেলা শুরু আজ

কুষ্টিয়া প্রতিনিধি

ছেঁউড়িয়ায় লালন মেলা শুরু আজ

মাস না পেরোতেই আবারও উৎসব শুরু হচ্ছে লালন ধাম কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়। ফকির লালন শাহ স্মরণে আজ সকাল থেকে এখানে শুরু হচ্ছে দুই দিনের লালন মেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলাকে উৎসবমুখর করতে যাবতীয় প্রস্তুতি আগেই শেষ করেছেন আয়োজকরা। সকাল ১০টায় দশজন প্রবীণ বাউল ভক্ত ও অনুসারী এ উৎসবের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ ছাড়াও স্থানীয় লালন গবেষক ও বাউলরা অতিথি থাকবেন। আয়োজক কমিটি সূত্র জানিয়েছে, দুই দিনের এ অনুষ্ঠানে ৬৪ জেলা থেকে আসছেন প্রথিতযশা বাউলশিল্পীরা। প্রতিদিন সকালে একাডেমি মিলনায়তন সেমিনারে বিষয়ভিত্তিক তত্ত্ব আলোচনার পাশাপাশি বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলবে আদি সুরে লালনের গানের আসর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর