শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব শুরু

রাঙামাটি প্রতিনিধি

রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব শুরু

রাঙামাটি রাজবন বিহারে গতকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব শুরু হয়েছে। রাজবন বিহারের এটি ৪৩তম কঠিন চীবর দানোৎসব। উৎসবকে ঘিরে মুখর হয়ে উঠেছে পুরো রাঙামাটি জেলা। ঢল নেমেছে অগণিত পুণ্যার্থীর। গতকাল দুপুর ১টায় পঞ্চশীল গ্রহণের মধ্যদিয়ে শুরু হয় দুদিনব্যাপী এ দানোৎসব। বেলা আড়াই টায় সূত্রপাঠ করে বেইনঘর উদ্বোধন করেন মহাপরিনির্বাণপ্রাপ্ত মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্যমণ্ডলী। এ সময় রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির, ইন্দ্রগুপ্ত মহাস্থবির, জ্ঞানপ্রিয় মহাস্থবিরসহ রাজবন বিহারের আবাসিক ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন। পরে বিকাল তিনটায় ফিতা কেটে বেইনঘরের চরকায় সুতাকাটা উদ্বোধন করেন রাজবন বিহারের প্রধান পৃষ্ঠপোষক চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি রাজবন বিহারের উপাসক-উপাসিকা পরিষদের সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান, অ্যাডভোকেট শুষ্মিতা দেওয়ানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার দানোৎসবে ১৬৫টি বেইন (কোমর তাঁত) বসানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা বের করে রং করণের পর কাপড় বুনন করা হবে।  আর ২৪ ঘণ্টার মধ্যে তৈরি করা এ চীবর রাজবন বিহারের অধ্যক্ষ বৌদ্ধ আর্যপুরুষ মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের উদ্দেশ্যে উৎসর্গের মধ্যদিয়ে শেষ হবে মহাপুণ্যযজ্ঞ। এদিকে কঠিন চীবর দানোৎসবকে ঘিরে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ জানান, অনুষ্ঠান চলাকালীন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  দূর-দুরন্ত থেকে আগত সাধারণ মানুষ ও পুণ্যার্থীরা যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশে উৎসব পালন করতে পারেন- সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর