শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বড় বিপদ থেকে রক্ষা পেল চট্টগ্রাম বন্দর চ্যানেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে কর্ণফুলী চ্যানেলের মূল জেটিতে আনার সময় সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজ এমভি সামির নিয়ন্ত্রণ হারিয়ে জেটিতে রাখা এমভি গাজীকে ধাক্কা দেয়। এতে এমভি গাজী জেটিছাড়া হয়ে বন্দর চ্যানেলের মাঝবরাবর চলে যায়। তিন ঘণ্টা বহির্নোঙর থেকে জাহাজ জেটিতে আনা যায়নি। গতকাল সকাল ৬টায় এ ঘটনা ঘটে। 

বন্দর সূত্রে জানা যায়, এমভি সামিরকে জেটিতে আনার সময় বন্দরের ভ্যাসেল ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের (ভিটিএমআইএস) নিয়ন্ত্রণ কক্ষ থেকে মূল চ্যানেল বরাবর জাহাজ চালাতে ক্যাপ্টেনকে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু নির্দেশনা না মানায় জাহাজটি বাম দিকে আনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নেভাল জেটির অদূরে সিমেন্ট ক্লিংকার জেটিতে রাখা এমভি গাজীকে ধাক্কা দেয়। ফলে এমভি গাজী কর্ণফুলীতে নির্মাণাধীন একটি স্থাপনায় সজোরে ধাক্কা খেয়ে মাঝনদীতে চলে আসে। বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বলেন, কুয়াশার কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়। বর্তমানে জাহাজ দুটি দুর্ঘটনাস্থলের কাছে ‘সাইলো’ ও ‘রুবি’ নামক জেটিতে বেঁধে রাখা হয়েছে। বন্দর চ্যানেল নিরাপদ ও স্বাভাবিক আছে।

 

সর্বশেষ খবর