শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
৫০০ ও ১০০০ রুপি বাতিল

ভারতে অচলাবস্থা চলছেই, দুজনের মৃত্যু

কলকাতা প্রতিনিধি

ভারতে অচলাবস্থা চলছেই, দুজনের মৃত্যু

বাতিল ঘোষিত ৫০০ ও ১ হাজার রুপির নোট নিয়ে ভারতজুড়ে মানুষের নাকাল অবস্থা চলছেই। গতকালও নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিশেষ করে বেশি হয়রানির শিকার হয়েছেন বেড়াতে আসা পর্যটকরা। গতকাল ব্যাংক ও এটিএম খুললেও মানুষের ন্যূনতম চাহিদা না মেটায় হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হয়েছে বেশির ভাগ মানুষকে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, ১১ নভেম্বর থেকে সব এটিএম খোলা থাকবে। গ্রাহকরা নির্বিঘ্নে রুপি তুলতে পারবেন। কিন্তু বাস্তবে দুইদিন বন্ধ থাকার পর এদিন রাজ্যের অনেক এটিএম বুথ খোলেনি। আবার কোথাও খোলা থাকলেও দরজায় টাঙানো ছিল ‘নো ক্যাশ’। এ ছাড়া কিছু কিছু বুথের বাইরে ছিল লম্বা লাইন। ব্যাংকগুলোতেও একই অবস্থা ছিল। রুপি      না পাওয়ায় অনেক জায়গায় গ্রাহকরা বিক্ষোভ করতেও বাধ্য হয়েছেন। কলকাতা শহর ছাড়াও উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিসহ রাজ্যের প্রতিটি জেলাতেই ছিল একচিত্র। সব মিলিয়ে এদিনও ব্যাংক থেকে গচ্ছিত রুপি তুলতে গিয়ে নাকাল হতে হয়েছে গ্রাহকদের। পশ্চিমবঙ্গের বাইরে বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাইতেও ব্যাংক ও এটিএম বুথগুলোর সামনে ছিল দীর্ঘ লাইন। জানা গেছে, এ অবস্থায় মুম্বাইতে পুরনো নোট বদলাতে এসে ৭৩ বছরের এক বৃদ্ধ মারাও গেছেন। দুপুরে নাওঘর এলাকায় একটি এসবিআই শাখার সামনে লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎই মাটিতে পড়ে মারা যান বিশ্বনাথ ভার্তাক নামের এই বৃদ্ধ। কেরালায় অচল রুপির নোট বদলের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকাকালে একজনের মৃত্যু হয়েছে। গতকাল আলাপ্পুঝা শহরে বয়োজ্যেষ্ঠ ওই ব্যক্তি স্টেট ব্যাংক অব ত্রাভানকোর লাইনে দাঁড়িয়ে থাকার সময় মৃত্যুমুখে ঢলে পড়েন। স্থানীয় পুলিশ জানায়, মৃত ওই ব্যক্তি প্রায় ৪৫ মিনিট লাইনে দাঁড়িয়ে ছিলেন। এদিকে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, এটিএম পরিসেবা স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে। কারণ দেশের বিভিন্ন প্রান্তের এটিএমে রুপি লোড করতে সময় লাগবে। এসবিআই কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে ১০ দিন সময় লাগবে। প্রসঙ্গত, সরকারি ঘোষণা অনুযায়ী ১৮ নভেম্বর পর্যন্ত এটিএম বুথ থেকে সর্বোচ্চ ২ হাজার রুপি তুলতে পারবেন গ্রাহকরা। এরপর সেই সংখ্যাটা বেড়ে হবে ৪ হাজার রুপি।

মমতার আহ্বান : মোদি সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংসদের অধিবেশনে সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলের নেত্রী মমতা ব্যানার্জি মোদির বিরুদ্ধে আর্থিক অরাজকতা তৈরির অভিযোগ এনে সব বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর