রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পোশাকশিল্পের উন্নয়ন হয়েছে

--------বার্নিকাট

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, আগের তুলনায় বর্তমানে বাংলাদেশের পোশাকশিল্পের অনেক উন্নয়ন হয়েছে। রানা প্লাজার ঘটনার পর যে অবস্থা ছিল এখন তা নেই। গতকাল গাজীপুরের বোর্ডবাজার এলাকার ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কে শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বার্নিকাট আরও বলেন, ‘পোশাকশিল্পে বাংলাদেশ আশানুরূপ উন্নতি করেছে। লিঙ্গবৈষম্য অনেকটাই কমেছে এবং গার্মেন্টের কাজের পরিবেশও আগের থেকে ভালো। বিশেষ করে রানা প্লাজা দুর্ঘটনার পর মালিক পক্ষ অনেক সচেতন হয়েছে। এই উন্নতিতে আমরা খুশি। আমি অঙ্গীকার করছি পোশাক খাতে বাংলাদেশের জিএসপি সুবিধা পেতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করব।’ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন মার্কিন রাষ্ট্রদূত। নার্গিস ফাউন্ডেশন ও ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর