সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
অর্থ আত্মসাৎ

সরকারি কর্মকর্তাসহ আটজনের দুর্নীতি মামলা চলবে

নিজস্ব প্রতিবেদক

সরকারি গাছ ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ভূমি কার্যালয়ের জরিপকারী ও কানুনগোসহ আটজনের বিরুদ্ধে মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ তুলে দিয়েছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। এর ফলে এই মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। আট আসামি হলেন— শেরপুর সদরের কানুনগো আবু তাহের, রূপগঞ্জের কানুনগো আবদুল হালিম ভূইয়া, রাজউকের স্টেট ইন্সপেক্টর মো. জাকের হোসেন, কিশোরগঞ্জের এএলএও মো. মইনুল হক, রাজউকের সহকারী পরিচালক মিজানুর রহমান, টঙ্গীর জনৈক আলী আমজাত খান, আবদুস সালাম খান ও আলী আফজাল খান দুলু। জানা যায়, পূর্বাচল প্রকল্পের কামতা মৌজায় সরকারি খাস জায়গার গাছ ব্যক্তিমালিকানায় দেখিয়ে তিন কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৮৯৭ টাকা আত্মসাৎ করেন আসামিরা। এই অভিযোগে গত ২৯ আগস্ট দুদক মোট ১২ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করে। এর মধ্যে আট আসামি মামলা স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করলে ২১ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করে। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর