সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

স্বরাষ্ট্রমন্ত্রীর খুলনা যাত্রাপথে কী ঘটেছিল?

নিজস্ব প্রতিবেদক, যশোর

গতকাল সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর খুলনায় যাওয়ার সময় যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়ায় একটি গাড়ির ধাক্কায় ছয়জন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ। এদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনিয়া বেগম, দীঘিরপাড় গ্রামের আসমা বেগম, আনজিরা বেগম ও খুলনার দৌলতপুর থানার পাবলা এলাকার বীরেন্দ্রনাথ দত্ত। দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন আধাঘণ্টা ধরে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত দাস শান্ত বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করে অবরোধ প্রত্যাহার করান। দুর্ঘটনার ব্যাপারে হাইওয়ে পুলিশের অভয়নগর থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে অভয়নগর থানার ওসি ছিলেন। তিনিই বিষয়টি ভালো বলতে পারবেন।’ যোগাযোগ করা হলে অভয়নগর থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় রাস্তা ফাঁকা ছিল। এসময় একটি পাবলিক গাড়ি দ্রুত ওভারটেক করতে গেলে দুর্ঘটনা ঘটে।’ প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সোয়া ১০টার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নূরবাগ মোড় দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের শেষের দিককার একটি গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় একজন সাংবাদিক জানান, মন্ত্রীর গাড়িবহরের পেছনের দিকে থাকা একটি কালো রঙের পাজেরো জিপ সামনে থাকা আরেকটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল। দ্রুতগতির ওই গাড়িটি এক পর্যায়ে রাস্তার পাশে অপেক্ষমাণ যাত্রীদের ধাক্কা দেয়। এ ঘটনায় আহতদের একজন বীরেন্দ্রনাথ দত্ত নওয়াপাড়ার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি সাংবাদিকদের জানান, নূরবাগ বাসস্ট্যান্ড থেকে ফুটপাথ ধরে হেঁটে তিনি কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। ওই সময় দ্রুতগামী একটি ভিআইপি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এরপর তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে কী ঘটেছে তা তিনি বলতে পারেন না। অপর আহত আনজিরা বেগম জানান, তিনি যশোর জেনারেল হাসপাতালে অসুস্থ শাশুড়িকে দেখতে যাওয়ার জন্য নূরবাগে বাসের অপেক্ষা করছিলেন। ওই সময় কালো রঙের একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এদিকে এ দুর্ঘটনার বিষয়ে অভয়নগর থানায় একটি জিডি এন্ট্রি হয়েছে। জিডিতে উল্লেখ করা হয়েছে, সকাল ১০টা ১০ মিনিটের দিকে যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ এলাকায় যশোর থেকে খুলনাগামী একটি পাজেরো গাড়ি দ্রুতগতিতে চালানোর সময় মহাসড়কের পাশে দাঁড়ানো পথচারীদের আঘাত করে দ্রুত স্থান ত্যাগ করে। ওই সময় পথচারী আসমা, সোনিয়া, ধীরেন দত্ত, আনজিরা এবং অজ্ঞাত আরও দুজন আহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর