সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

হলি আর্টিজান রেস্তোরাঁ মালিকের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

বহুল আলোচিত গুলশানের অভিজাত হলি আর্টিজান রেস্তোরাঁটি মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নৃশংস-বর্বর ওই জঙ্গি হামলার প্রায় সাড়ে তিন মাস পর রেস্তোরাঁটি পুলিশ তার মালিকের কাছে হস্তান্তর করে। জঙ্গি হামলার পর থেকে ঘটনাস্থল হলি আর্টিজান রেস্তোরাঁটি পুলিশের তত্ত্বাবধানে ছিল। গতকাল বিকাল তা মালিকের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী গতকাল সোয়া ৪টার দিকে আমরা রেস্টুরেন্টটি মালিককে বুঝিয়ে দিয়েছি। একই কথা বলেন কাউন্টার টেররিজমের উপ-কমিশনার মুহিবুর রহমান। তিনি বলেন, আমাদের ক্রাইম সিনের কাজ শেষ। বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছিল। এরপরই আদালত হস্তান্তরের বিষয়ে নির্দেশনা দেয়। জানা গেছে, ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় ছিল হলি আর্টিজান। রেস্তোরাঁয় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। তদন্তের প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পরিদর্শনের জন্য পুলিশের অনুমতি সাপেক্ষে বিদেশি নাগরিকেরা সেখানে প্রবেশ করতে পারতেন। আলমত যেন নষ্ট না হয়, সে জন্য এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়েছিল। হলি আর্টিজানের মালিকদের একজন শাদাত মেহেদী বলেন, পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। কিন্তু হলি আর্টিজান এখানে পুনরায় চালু করা হবে না। তিনি বলেন, রেস্টুরেন্টটি বাসা হিসেবে ব্যবহার করা হবে। গুলশানের অন্য জায়গায় জমি নেওয়া হয়েছে। সেখানে হলি আর্টিজান নতুন করে চালু করা হবে। প্রসঙ্গত, চলতি বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ২ পুলিশ কর্মকর্তা, ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে সশস্ত্র জঙ্গিরা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর