মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
কৃষি সংবাদ

কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব

মোস্তফা মতিহার

কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব

আজ পয়লা অগ্রহায়ণ, নবান্নের দিন। রীতি অনুযায়ী কৃষকের ঘরে আজ নতুন ফসল তোলার দিন। এ ফসলের ম-ম গন্ধে ভরবে কৃষকের উঠান ও ঘর। হেমন্তের এমন দিনে কৃষকের তৃপ্তির হাসি ঋদ্ধ করবে অগ্রহায়ণকে। নবান্নের গুণগান গেয়ে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ তার ‘কখন সোনার রোদ’ কবিতায় লিখেছেন : ‘এই মাঠে— এই ঘাসে— ফলসা এ-ক্ষীরুয়ে যে গন্ধ লেগে আছে/আজো তার; যখন তুলিতে যাই ঢেঁকিশাক— দুপুরের রোদে/সর্ষের ক্ষেতের দিকে চেয়ে থাকি— অঘ্রাণে যে ধান ঝরিয়াছে,/তাহার দু’এক গুচ্ছ তুলে নিই, চেয়ে দেখি নির্জন আমোদে/পৃথিবীর রাঙা রোদ চড়িতেছে আকাঙ্ক্ষায় চিনিচাঁপা গাছে/জানি সে আমার কাছে আছে আজো— আজো সে আমার কাছে আছে।’ ইতিহাস বলে বাঙালির জীবনে পয়লা অগ্রহায়ণকে দেখা হয় বার্ষিক সুদিন হিসেবে। তাই নতুন ধানের ভাত মুখে দেওয়ার আগে অনেক এলাকায় মিলাদ পড়ানো হয়। মসজিদে শিরনি দেওয়ার রেওয়াজ আছে। হিন্দু সম্প্রদায়ের কৃষকের ঘরে পূজার আয়োজন চলে। বাংলার বুকে আগে এমন দিনে ধান ভানার গান ভেসে বেড়াত বাতাসে, ঢেঁকির তালে মুখর হতো বাড়ির আঙিনা। কিন্তু প্রযুক্তির মাত্রাতিরিক্ত উৎকর্ষে সেসব এখন অতীত ইতিহাস। তার পরও নতুন চালের ভাত নানা ব্যঞ্জনে মুখে দেওয়া হয় আনন্দঘন পরিবেশে। নতুন ধানের চাল দিয়ে তৈরি হবে পিঠা, পায়েস, ক্ষীরসহ হরেক রকম খাবার। এভাবে নানা আয়োজনে আজ সারা দেশে নবান্ন উদ্যাপন হবে।

উৎসব উদ্যাপন পর্ষদ : জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদ আজ নানা আয়োজনে দিবসটি উদ্যাপন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা ও ধানমন্ডির রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে এ আয়োজন। নাচ-গান, কবিতা ও কথায় স্বাগত জানানো হবে নবান্নকে। সকাল ৭টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শুরু হয়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে চারুকলায় গিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটবে। দ্বিতীয় পর্ব একযোগে ধানমন্ডি রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চ ও চারুকলার বকুলতলায় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদ আয়োজিত এ উৎসবের সহযোগিতায় রয়েছে ল্যাবএইড। এ বছরের উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উৎসবে সংগীত, নৃত্য, আবৃত্তি, নবান্ন শোভাযাত্রা, আদিবাসী পরিবেশনাসহ বিভিন্ন পরিবেশনা থাকবে। থাকবে ঢাকঢোলের বাদন আর মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠা খাওয়ার আয়োজন।

সর্বশেষ খবর